অভিজিৎ ব্যানার্জি
প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বারের টেট (TET) পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে। পরীক্ষায় থাকবে পাঁচটি বিষয় – (১) শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব; (২) বাংলা; (৩) ইংরাজি; (৪) পরিবেশবিদ্যা ও (৫) অঙ্ক।
প্রতিটি বিষয়ের মোট নম্বর ৩০। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ ডিসেম্বর।
সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর এখানে দেওয়া হল –
শিশু শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব
(১) শিক্ষার অন্যতম উপাদান কী?
(ক) পরিবেশ (খ) সমাজ (গ) অর্থনৈতিক অবস্থা (ঘ) সামাজিক অবস্থা
উত্তর: (ক) পরিবেশ।
(২) শ্রেণিকক্ষে একজন শিক্ষকের কণ্ঠস্বর কেমন রাখা উচিত?
(ক) নিচু (খ) অতি উঁচু (গ) কখনও কখনও উঁচু (ঘ) মধ্যম
উত্তর: (খ) অতি উঁচু।
(৩) সংগতিবিধান কথাটির অর্থ কী?
(ক) পরিনমণ (খ) সংযোজন (গ) পরিস্রবণ (ঘ) অভিযোজন
উত্তর: (ঘ) অভিযোজন।
(৪) শিক্ষার দু’টি মেরু কী কী?
(ক) শিক্ষক ও শিক্ষার্থী (খ) শিক্ষার্থী ও বিদ্যালয় (গ) শিক্ষক ও পাঠক্রম (ঘ) শিক্ষক ও বিদ্যালয়
উত্তর: (ক) শিক্ষক ও শিক্ষার্থী।
বাংলা
(১) ‘সতর্ক’ শব্দটির আদি অর্থ হল –
(ক) সংযত (খ) সাবধান (গ) তর্কাতর্কি (ঘ) তর্কের সহিত
উত্তর: (ঘ) তর্কের সহিত।
(২) ‘কুপিত’ শব্দটির বিপরীত শব্দ লেখ –
(ক) প্রতিকৃতি (খ) সংযম (গ) প্রশস্তি (ঘ) প্রশমিত
উত্তর: (ঘ) প্রশমিত।
(৩) ‘পুস্তিকা’ শব্দটির লিঙ্গ নির্ণয় করো –
(ক) ক্লীবলিঙ্গ (খ) উভয়লিঙ্গ (গ) স্ত্রীলিঙ্গ (ঘ) পুংলিঙ্গ
উত্তর: (গ) স্ত্রীলিঙ্গ।
(৪) ‘তঞ্চক’-এর সমার্থক শব্দ লেখ –
(ক) চতুরতা (খ) চতুর (গ) ঠকানো (ঘ) প্রতারক
উত্তর: (ঘ) প্রতারক।
English
1. Pick out the correct preposition –
Please get rid ___ your bad habit.
(a) at (b) of (c) in (d) out
Ans. (b) of
2. Select the word nearest in meaning to given word.
Entire
(a) renew (b) whole (c) return (d) all
Ans. (b) whole
3. Select the opposite word –
Dim
(a) indistinct (b) din (c) bright (d) clouded
Ans. (c) bright.
4. Choose the correct alternative which best expressed the meaning of the idiom
By leaps and bounds
(a) urgent need (b) very rapidly (c) free (d) puzzled
Ans. (b) very rapidly
পরিবেশবিদ্যা
(১) মহাদ্রাবক হল –
(ক) স্পিরিট (খ) অ্যাসিড (গ) জল (ঘ) ভিনিগার
উত্তর: (গ) জল।
(২) আদিম সৃষ্ট জীব –
(ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস (গ) কৃমি (ঘ) মাছ
উত্তর: (ক) ব্যাকটেরিয়া।
(৩) আলোক শক্তিকে উদ্ভিদ খাদ্যের মধ্যে সঞ্চিত রাখে –
(ক) তাপ শক্তি রূপে (খ) রাসায়নিক শক্তি রূপে (গ) জল শক্তি রূপে (ঘ) ভৌত শক্তি রূপে
উত্তর: রাসায়নিক শক্তি রূপে।
(৪) চের্নোবিল দুর্ঘটনা ঘটে –
(ক) 1985 (খ) 1986 (গ) 1987 (ঘ) 1988 সালে
উত্তর: (খ) 1986 সালে।
অঙ্ক
(১) প্রথম মৌলিক সংখ্যা কোনটি?
(ক) ১ (খ) ২ (গ) ৩ (ঘ) ৫
উত্তর: (খ) ২
(২) দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি?
(ক) ১০ (খ) ১১ (গ) ১৩ (ঘ) ১৫
উত্তর: (খ) ১১
(৩) পর পর দু’টি মৌলিক সংখ্যা হল –
(ক) ১ ও ২ (খ) ২ ও ৩ (গ) ৩ ও ৪ (ঘ) ৬ ও ৭
উত্তর: (খ) ২ ও ৩
(৪) প্রথম যৌগিক সংখ্যা কী?
(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭
উত্তর: (ক) ৪
আরও পড়তে পারেন
ডিসেম্বর ও জানুয়ারিতে কেন্দ্রীয় বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা
শিক্ষা ও কেরিয়ার সংক্রান্ত খবর পড়তে এখানে ক্লিক করুন