আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। পর্ষদ সূত্রে খবর, আগামী ১৬ ডিসেম্বর থেকে মাধ্যমিক টেস্ট পেপার বিতরণ শুরু হবে। তবে বিগত বছরের তুলনায় মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার এ বার নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হল।
গত বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২ ফেব্রুয়ারি থেকে আর পর্ষদের টেস্ট পেপার প্রকাশিত হয় ৩০ জানুয়ারি। পরীক্ষার দু’-তিন দিন আগে টেস্ট পেপার বেরোনোর কারণে পড়ুয়ারা বেশ অসুবিধায় পড়ে। এ বছর যাতে সেই এক সমস্যা না হয় সে কারণে কিছুটা আগেভাগেই টেস্ট পেপার প্রকাশ করল পর্ষদ।
মধ্যশিক্ষা পর্ষদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আধিকারিক জানান, “আমরা সব সময় চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের হাতে দ্রুত টেস্ট পেপার বিনামূল্যে তুলে দেওয়ার। এ বছর সেই কাজ আমরা অনেকটাই দ্রুত করতে পেরেছি এবং ১৬ ডিসেম্বর থেকে পড়ুয়াদের কাছে এই টেস্ট পেপার পৌঁছে যাবে। চলতি মাসের মধ্যেই সমস্ত পড়ুয়া টেস্ট পেপার পেয়ে যাবে বলে আমরা আশাবাদী।”