অভিজিৎ ব্যানার্জি
বাংলা
১) ঙ, ঞ, ন, ণ, ম এগুলোকে কী বর্ণ বলে?
উঃ নাসিক্য বর্ণ
২) সন্ধি বিচ্ছেদ কর – উচ্চারণ
উঃ উৎ + চারণ
৩) সমার্থক শব্দ লেখ: দ্রংষ্টা
উঃ দাঁত
৪) বিপরীত শব্দ লেখ: অজন্মা
উঃ সুফলা
ইংরেজি
১) সঠিক preposition বসাও
beware _______ pick pocket
উঃ of
২) সঠিক article বসাও
He plays _____ flute
উঃ the
৩) phrasal verb টির অর্থ লেখ : work up
উঃ excite উত্তেজিত করা
৪) identify শব্দটির adjective form কী হবে?
উঃ identified
পরিবেশ বিদ্যা
১) গ্রিন হাউজ গ্যাসের কাজ কী?
উঃ তাপ ধরে রাখা
২) অ্যাসিড বৃষ্টি কোথায় বেশি দেখা যায়?
উঃ শহরাঞ্চলে
৩) কোন দেশ সব চেয়ে বেশি কার্বন নির্গত করে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৪) বিশ্ব উষ্ণায়নের ফলে কী হবে?
উঃ সমুদ্রের জলস্তর বাড়বে
আরও দেখে নিন: টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর এবং বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য ক্লিক করুন
শিশু মনস্তত্ব
১) কোন বিষয়টি অনুবন্ধ প্রণালীর সঙ্গে যুক্ত?
উঃ হস্তশিল্প
২) ব্রতচারীর প্রতিষ্ঠাতা কে?
উঃ গুরুসদয় দত্ত
৩) শিক্ষার অন্যতম উপাদান কী?
উঃ পরিবেশ
৪) অন্ধদের বর্ণমালা কে আবিষ্কার করেন?
উঃ লুই ব্রেইল
অঙ্ক
১) দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ৯৫/৮ এবং ৪৩/৮ । সংখ্যা দুটির গুণফল কত?
উঃ ১৮৩/৮
২) ৫৭২ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
উঃ ১৭
৩) ০. ০০০০০০০১ এর বর্গমূলের বর্গমূল কত?
উঃ ০.০১
৪) ২৮৬৬-এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল ১৩ দ্বারা বিভাজ্য হবে?
উঃ ৭