competitive exam

অভিজিৎ ব্যানার্জি

ইংরাজি

1. নীচের শব্দগুলো কোন parts of speech?

Fie, hark , hush – (1) noun   (2)verb   (3) conjunction   (4) interjection

উত্তর – 4) interjection

2. নীচের শব্দটির plural form লিখুন –

Life  – (1) lifes  (2) lieves  (3) lives  (4) lifeses

উত্তর – 3) lives

3. allowed – কোন শ্রেণির verb?

(1) Strong verb   (2) weak verb  (3) none of these

উত্তর – (2) weak verb

4. তিনি অসুস্থতার জন্য স্কুলে আসতে পারেননি – বাক্যটিকে ইংরাজিতে অনুবাদ করুন।

  • He could not come to school due to illness.
  • He could not come to school on account of illness.
  • He could not come to school of illness.
  • None of those

উত্তর – 2) He could not come to school on account of illness.

আরও দেখে নিন: টেট পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর ও বিষয়ভিত্তিক প্রস্তুতির জন্য ক্লিক করুন।

বাংলা

১) ঋষির ন্যায় – এক কথায় কী হবে?

ক) ঋষিলগ্ন, খ) ঋষিকল্প, গ) ঋষিজ্ঞান, ঘ) ঋষিধ্যান

উত্তর – খ) ঋষিকল্প

২) হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন লাগে?

ক) বন্ধনী, খ) হাইফেন, গ) প্রশ্নবোধক, ঘ) বিস্ময়সূচক

উত্তর – ঘ) বিস্ময়সূচক।

৩) বাংলায় পুরুষ ক’ প্রকার?

ক) ২ প্রকার, খ) ৩ প্রকার, গ) ৪ প্রকার, ঘ) ৫ প্রকার

উত্তর – (গ) ৩ প্রকার।

৪) যার জ্যোতি বেশিক্ষণ থাকে না তাকে এক কথায় কী বলে?

ক) উরগ, খ) অনুচ্চার্য, গ) অনসূয়া, ঘ) ক্ষণপ্রভা

উত্তর – (ঘ) ক্ষণপ্রভা।

শিশু মনস্তত্ত্ব

১) শিক্ষার লক্ষ্য হওয়া উচিত – ব্যবহারিক জীবনের জন্য শিক্ষার্থীকে প্রস্তুত করা।

২) আপনি শিক্ষকতা পছন্দ করেন, কারণ – আপনি এটিতে বেশি আগ্রহী।

৩) প্রেষণা ব্যাখ্যা করে ব্যক্তির – আচরণের কারণ।

৪) বার বার অনুশীলনের ফলে ব্যক্তির আচরণে যে পরিবর্তন আসে তা হল – শিখন।

অঙ্ক

১) দু’টি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে, সংখ্যা দু’টি নির্ণয় কর।

উত্তর – 35 ও 45।

২) একটি ট্রেনের বেগ ঘণ্টায় 90 কিলোমিটার, ট্রেনটি 9 সেকেন্ডে 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?

উত্তর – 105 মিটার।

৩) বার্ষিক সুদের হার শতকরা কত হলে 4 বছরে সবৃদ্ধিমূলের 1/6 অংশ সুদ হবে?

উত্তর – 5%।

৪) একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 16 মিটার ও 12 মিটার। উহার পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

উত্তর – 196 বর্গমিটার।

পরিবেশবিদ্যা

১) শ্রী সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত।

২) গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড পাখি দেখা যায় ভারতের গুজরাত রাজ্যে।

৩) রাসায়নিক সার প্রয়োগে জমির অম্লত্ব বৃদ্ধি পায়।

৪) শব্দদূষণের ফলে মানুষের কানের অর্গান অফ কর্টি ক্ষতিগ্রস্ত হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here