আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। ২০২৫ সালে এই পরীক্ষা হবে ২৭ এপ্রিল, রবিবার। শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের (WBJEEB) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। পরীক্ষার জন্য আবেদন করতে হবে WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা www.wbjeeb.in এর মাধ্যমে।
রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, স্থাপত্য এবং ফার্মেসি কোর্সে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে শিগগিরই। পরীক্ষার্থীদের আবেদন করতে হবে জয়েন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।
পরীক্ষার ফর্ম পূরণ করার সময় সমস্ত শর্তাবলি এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে সেগুলি জমা দিতে হবে পরীক্ষার্থীদের। প্রত্যেক বছর এই পরীক্ষার পর মেধাতালিকা এবং কাউন্সেলিংয়ের ভিত্তিতে ভর্তি করা হয় পড়ুয়াদের। পশ্চিমবঙ্গ জয়েন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দিন ঘোষণা করা হল। বাকি তথ্য সময়মতো ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষার্থীদের ওয়েবসাইটে নজর রাখতে হবে। ২০২৩ সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১,২৮,৯১৯। ২০২৪ সালে আবেদনকারী ছিল ১,৪২,৬৯২।