রেলের অ্যাসিসট্যান্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব-ইনস্পেক্টর পদের জন্য অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা শুরু হচ্ছে ২৫ নভেম্বর থেকে।
গত ৭ অক্টোবর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। ২৪ অক্টোবর পৃথক আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানায় ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অ্যাসিসট্যান্ট লোকো পাইলট পদে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা হবে। তবে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব-ইনস্পেক্টর পদের অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা হবে ২ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আগে ঠিক ছিল ২ ডিসেম্বর থেকে পরীক্ষা হবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
একই ভাবে টেকনিশিয়ান পদে অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত। আগে ঠিক ছিল পরীক্ষা হবে ১৬ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত।
জুনিয়র ইঞ্জিনিয়ার, সিএমএ, মেটালার্জিকাল অ্যাসিসট্যান্ট পদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আগে পরীক্ষা ৬ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত হবে বলে ঠিক হয়েছিল।
প্রতিটি পদের জন্য অনলাইনে কম্পিউটার বেসড পরীক্ষার ১০ দিন আগে থেকে চাকরিপ্রার্থীরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট মারফত ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।