২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হল। পরীক্ষা শুরু হবে ১০ ফেব্রুয়ারি এবং চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন ১০ ফেব্রুয়ারি বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি ইংরেজি, তৃতীয় দিন ১৫ ফেব্রুয়ারি অঙ্ক। পরবর্তী দিনগুলোতে ধারাবাহিকভাবে ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং শেষ দিন ২২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
২০২৪-এর মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বেড়ে ৮৬.৩১ শতাংশ হয়েছে। মোট ৭.৬৫ লক্ষ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং, যেখানে পাশের হার ৯৬.২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর (৯৫.৪৯ শতাংশ) এবং তৃতীয় স্থানে কলকাতা (৯১.৬২ শতাংশ) রয়েছে।
এই বছর কৃতী তালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে ৫৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে কলকাতা থেকে রয়েছে মাত্র একজন। ৬৯৩ পেয়ে মেধা তালিকায় প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় ঘোষ।
জীবনের প্রথম বড় পরীক্ষার দিকে তাকিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পরীক্ষার্থীরা। তবে রুটিন সামনে আসায় আরও সুনির্দিষ্ট ভাবে প্রস্তুতি চালিয়ে যেতে পারবে তারা।