Homeশিক্ষা ও কেরিয়ারবনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

বনরক্ষী নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার, ছাতির মাপে ছাড়

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

রাজ্য সরকার বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে এবার বড়সড় পরিবর্তন আনল। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ফরেস্ট গার্ডের ১৬০০ পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে। এতদিন বনরক্ষীদের নিয়োগ করা হত পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, তবে এখন থেকে এই নিয়োগ করা হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। এই পরিবর্তন আনা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রিক্রুটমেন্ট অব ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪-এর মাধ্যমে।

বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নতুন রীতি পাশ করা হয়েছে। পাশাপাশি, বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের উচ্চতা ও ছাতির মাপেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে এতদিন উচ্চতা ও ছাতির মাপের যে মাপকাঠি ছিল, সেটা শিথিল করা হয়েছে। পুরুষ-মহিলা উভয় ক্ষেত্রেই ছাতির মাপে ৫ সেন্টিমিটার করে ছাড় দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের রাজবংশী, গোর্খা এবং গোটা রাজ্যের তফসিলি উপজাতির চাকরিপ্রার্থীদের জন্য এতদিন উচ্চতার মাপকাঠি ছিল ১৫২ সেন্টিমিটার। এখন সেটা কমিয়ে করা হয়েছে ১৫০ সেন্টিমিটার। অরণ্য লাগোয়া এলাকার বাসিন্দাদের এই নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

উল্লেখ্য, কিছুদিন আগেই জলদাপাড়ার হলং বনবাংলোয় বিধ্বংসী আগুন লেগে ঐতিহ্যবাহী বাংলোটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে বনরক্ষী নিয়োগ বন্ধ থাকার কারণে এই ঘটনার পরে বন দফতরের অধীন সরকারি বাংলোগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনিক মহলের একাংশ মনে করছে হলং বাংলোয় আগুন লাগার ঘটনা বন দফতরের জন্য সতর্কবার্তা ছিল। এমন অবস্থায় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা। নতুন নিয়োগ করে বন সুরক্ষার ক্ষেত্রে জোর দিচ্ছে রাজ্য সরকার।

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

পশ্চিম বর্ধমানে মহিলাদের জন্য চাকরির সুযোগ, কমিউনিটি অডিটর পদে নিয়োগ

পশ্চিম বর্ধমানে আনন্দধারা প্রকল্পে কমিউনিটি অডিটর পদে ১১ জন মহিলাকে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অফলাইনে, শেষ তারিখ ৩১ জুলাই।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।