উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় দফার কাউন্সেলিং-এর দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই কাউন্সেলিং চলবে।
এখনও পর্যন্ত ৪ হাজারেরও বেশি শূন্যপদ পূরণ হয়নি। যদিও আগের ২টি পর্যায় ১১৩৪৪ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তবে অনেক চাকরিপ্রার্থী কাউন্সেলিংয়ে গরহাজির থাকায় একাধিক শূন্যপদ রয়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ফের তৃতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করেছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে ২৮ জানুয়ারি, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ২২ জানুয়ারি থেকে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটার কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে।