চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কে চাকরির সুযোগ আছে। ২৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে ইউকো ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট মারফত আবেদন করা যাবে। এই লিঙ্ক (https://onlineappl.ucoonline.in/Recruit_Agen/home.jsp) মারফত অনলাইনে আবেদন করা যাবে। মোট শূন্যপদ ১২। চুক্তিভিত্তিক চাকরি।
পদ, বয়স, শিক্ষাগত যোগ্যতা
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, চিফ রিস্ক অফিসার পদে শূন্যপদ ১টি। বয়স হতে হবে ৪০-৫৭ বছরের মধ্যে। স্নাতক ডিগ্রি থাকতে হবে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টে।
ডেটা প্রোটেকশন অফিসার পদে মোট শূন্যপদ ১টি। বয়স হতে হবে ৪০-৫৫ বছরের মধ্যে। স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডেটা প্রাইভেসি নিয়ে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
চিফ ম্যানেজার ডেটা অ্যানালিস্ট পদে শূন্যপদ ১টি। বয়স হতে হবে ৩০-৪৫ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্সে বিটেক/এমটেক ডিগ্রি থাকতে হবে।
ম্যানেজার-ডেটা অ্যানালিস্ট পদে শূন্যপদ ৪টি। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। কম্পিউটার সায়েন্স/আইটি/ডেটা সায়েন্সে বিটেক/এমটেক ডিগ্রি থাকতে হবে।
সিনিয়র ম্যানেজার-ক্লাইমেট রিস্ক পদে শূন্যপদ ১টি। ২৫-৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট/ক্লাইমেট ফিনান্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
ম্যানেজার-ইকোনমিস্ট পদে শূন্যপদ ২টি। বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে। ইকনমিক্স/ফিনান্স নিয়ে স্নাতকোত্তর।
অপারেশনাল রিস্ক অ্যাডভাইসর পদে শূন্যপদ ১টি। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইসর পদে শূন্যপদ ১টি। বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল বা উচ্চ পদমর্যাদা থাকতে হবে।
আবেদনপত্রে নাম, জন্মতারিখ, কোন ক্যাটাগরি, যোগাযোগের নম্বর ভালো করে লিখতে হবে। পরে সংশোধন করা যাবে না। তাই সতর্ক হয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। বিশদ তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখতে হবে।