Homeশিক্ষা ও কেরিয়ারপরীক্ষার একদিন পরেই ইউজিসি-নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

পরীক্ষার একদিন পরেই ইউজিসি-নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

প্রকাশিত

নিট পরীক্ষা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মাঝে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অস্বচ্ছতার অভিযোগে ইউজিসি-নেট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। অনিয়মের অভিযোগের তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। আবার নতুন করে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে, তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি।

গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত ইউজিসি-নেট পরীক্ষায় প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু মাত্র একদিন পরেই, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে পরীক্ষায় বেনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

ইউজিসি-নেট পরীক্ষার গরমিলের অভিযোগ তদন্ত করবে সিবিআই। পুনঃপরীক্ষার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। পরবর্তীকালে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি-নেট পরীক্ষা আয়োজিত হয়। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ করতে চালু অভিন্ন পোর্টাল

এ বছর জুন পর্বের ইউজিসি-নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ১৬ জুন, তবে বিশেষ কারণে তা পিছিয়ে ১৮ জুন করা হয়। ওই দিন দু’টি অর্ধে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে ‘ওএমআর’ শিটের মাধ্যমে পরীক্ষা আয়োজিত হয়েছিল।

অন্যদিকে, NEET পরীক্ষা নিয়ে গোটা দেশে চলছে জোর বিতর্ক। পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী ৬৭ জনের মধ্যে ৬ জন গ্রেস মার্কস পেয়েছেন। সেই গ্রেস মার্কস বাতিল হলে তাঁদের প্রাপ্ত নম্বর ৬০-৭০ পয়েন্ট কমে যাবে। নিট পরীক্ষায় ১,৫৬৩ জন পরীক্ষার্থী ‘ভুল’ প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন, যা পরবর্তীতে বাতিল করা হয়েছে।

নিট পরীক্ষার অসঙ্গতি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, গাফিলতির অভিযোগের তদন্ত চলবে, কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করা হবে না। আগামী ৬ জুলাই থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। নিটে সিবিআই তদন্তের দাবিও খারিজ করেছে শীর্ষ আদালত। তবে নিটের অসঙ্গতি নিয়ে এনটিএ এবং কেন্দ্রকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

ইউজিসি-নেট এবং নিট পরীক্ষা নিয়ে চলমান এই বিতর্ক শিক্ষামহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। পরীক্ষার্থীরা এখন নতুন পরীক্ষার তারিখের অপেক্ষায় রয়েছেন এবং সঠিক তদন্তের মাধ্যমে অস্বচ্ছতা দূর করার আশায় আছেন।

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

শুরু হতে চলেছে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির ও শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের তৃতীয় বছরের অভিনয় পাঠ্যক্রম

অজন্তা চৌধুরী শিল্পায়ন নাট্য বিদ্যালয়ের অভিনয় পাঠ্যক্রম এ বার তৃতীয় বর্ষে। দেখতে দেখতে তারা...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে