লন্ডনে বসবাসকারী ভারতীয় ছাত্রী জাহ্নবী জৈনের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে অনলাইনে। ব্রিটিশ যুক্তরাষ্ট্রে মাস্টার্স করতে আসা ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য চাকরির বাজার যে কতটা কঠিন, তা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে জানিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন তিনি।
এক্স (পূর্বতন টুইটার)-এ ভাইরাল হওয়া পোস্টে জাহ্নবী লেখেন, “অনেকেই আমাকে ইউকে-তে মাস্টার্স করতে আসা নিয়ে জিজ্ঞাসা করে। আমি সোজা বলব – আসবেন না। আমার ব্যাচের ৯০ শতাংশকেই দেশে ফিরে যেতে হয়েছে কারণ এখানে চাকরি নেই। যদি পয়সা নষ্ট করার মতো থাকে, তাহলে আসতে পারেন, না হলে নয়।”
জাহ্নবী নিজে যদিও একমাত্র ‘লাকি’ হিসেবে গ্রেট ব্রিটেনে মার্কেটিং-এর চাকরি পেয়েছেন, তবুও তিনি পরিষ্কার করে জানিয়েছেন, বেশিরভাগ ভারতীয় ছাত্রছাত্রীকেই এমন সুযোগ মেলেনি। তার এই খোলাখুলি বক্তব্য বহু ব্যবহারকারীর সঙ্গেও মিলে গেছে, যাঁরা একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছেন বা উদ্বেগ প্রকাশ করেছেন।
I have tons of people text me about coming to the UK for masters, I will tell you to not come, 90% of my batch had to go back because there are no jobs, unless you have money to throw, don’t consider it
— Janhavi Jain (@janwhyy) May 11, 2025
এরপর একটি ফলো-আপ পোস্টে জাহ্নবী আরও জানান, ব্রিটিশ যুক্তরাষ্ট্রে নতুন সরকারিভাবে চালু হওয়া একটি নীতির কারণে আন্তর্জাতিক অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ আরও কঠিন হয়েছে।
তিনি লেখেন, “আগে যেখানে Indefinite Leave to Remain (ILR) পাওয়ার জন্য ৫ বছর থাকলেই চলত, এখন সেই সময়সীমা বেড়ে দাঁড়িয়েছে ১০ বছর। ফলে আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।”
এই সতর্কবার্তা এমন সময় সামনে এল যখন ব্রিটিশ যুক্তরাষ্ট্রের চাকরির বাজার ধারাবাহিকভাবে সংকটের মধ্যে রয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস-এর তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি থেকে এপ্রিল ২০২৫-এর মধ্যে যুক্তরাজ্যে চাকরির শূন্যপদ ৪২,০০০ কমেছে, যা পরপর ৩৪তম ত্রৈমাসিকে পতনের রেকর্ড।