রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ৮৩৪ শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্লকভিত্তিকভাবে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরিপ্রার্থীরা ওই এলাকার স্থায়ী বাসিন্দা হলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
কোথায় কত পদ
মোট শূন্য পদ – ৮৩৪। ব্লকভিত্তিক পদ – অন্ডাল ৪০, আসানসোল (১) ১৩৯, আসানসোল (২) ৬৬, বারাবনি ৪৪, দুর্গাপুর (১) ৬, দুর্গাপুর (২) ১৫, ফরিদপুর ৪১, জামুরিয়া (শহর) ২২, কাঁকসা ১১৪, কুলটি ১০৮, পাণ্ডবেশ্বর ৬০, রানিগঞ্জ (গ্রামীণ) ৮৯, রানিগঞ্জ (শহর) ৩৮, এবং সালানপুর ৫২।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে আবেদন জানানোর জন্য যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করতে হবে।
বয়স হতে হবে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে।
১৮ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (https://icdspsbdn.in) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুন
হুগলিতে স্বাস্থ্য দফতরে প্রচুর নিয়োগ, কীভাবে করবেন আবেদন