উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলোর ৪৫টি শূন্যপদে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। অফলাইনে আবেদন করতে হবে ১০ সেপ্টেম্বরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, ৪৫টি শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫% নম্বর পেতে হবে। স্নাতক স্তরে অনার্স ডিগ্রি থাকতে হবে। নেট/সেট/গেটের মতো ইউজিসি/ইউজিসি-সিএসআইআর আয়োজিত সর্বভারতীয় পরীক্ষায় পাশ করতে হবে। ইউজিসিস্বীকৃত কলেজ সার্ভিস কমিশন আয়োজিত স্লেট পরীক্ষায় পাশ করতে হবে।
বয়সসীমা ও বেতন
সর্বোচ্চ বয়স ২৮ বছর। তফশিলি জাতি ও উপজাতি, ওবিসি, শারীরিক দিক থেকে বিশেষভাবে সক্ষম এবং মহিলা চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। মাসে বেতন মিলবে ১৮-২০ হাজার টাকার মধ্যে।
আবেদন কীভাবে
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.nbu.ac.in) থেকে বা সরাসরি বিশ্ববিদ্যালয়ের দফতরে এসে আবেদনপত্র সংগ্রহ করে তা সঠিক ভাবে পূরণ করে ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে এই ঠিকানায় – The Registrar, University of North Bengal, P.O North Bengal University, Raja Rammohunpur, Dist. Darjeeling, PIN-734013।
আরও পড়ুন
পূর্ব বর্ধমানের ভূমি ও ভূমি সংস্কার দফতরে ডেটা এন্ট্রি অপারেটরের ১৫টি শূন্যপদে নিয়োগ