শিক্ষা ও কেরিয়ার
নিট প্রস্তুতি কোর্সে কোভিড ১৯ সাপোর্ট স্কলারশিপ চালু করল বিদ্যামন্দির ক্লাসেস

খবরঅনলাইন ডেস্ক: জাতীয় স্তরে শীর্ষস্থানীয় পরীক্ষাগুলির জন্য যে সব সংস্থা ছাত্রছাত্রীদের প্রস্তুত করে তাদের মধ্যে অন্যতম বিদ্যামন্দির ক্লাসেস (ভিএমসি)। কোভিড-১৯ (Covid 19) অতিমারির এই সময়ে বিদ্যামন্দির ক্লাসেস (Vidyamandir Classes) পরীক্ষার্থীদের সুবিধার্থে নিট প্রস্তুতি কোর্সে (NEET Preparation Courses) ৩৫% কোভিড-১৯ সাপোর্ট স্কলারশিপ (Covid 19 support scholarship) চালু করল। সারা দেশে একাদশ ও দ্বাদশ অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং যাঁরা দ্বাদশ পাশ করেছেন তাঁরা এই কোর্সগুলি করতে পারেন।
দ্বাদশ উত্তীর্ণ হওয়া ড্রপআউট শিক্ষার্থীদের জন্য ভিএমসি অতিরিক্ত সুবিধা দিচ্ছে। এ বিষয়ে আবেদনের শেষ তারিখ চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত অর্থাৎ ৩০ জুন মঙ্গলবার।
নিট প্রস্তুতিমূলক কর্মসূচির জন্য একটি অনন্য পাঠক্রম তৈরি করেছে ভিএমসি। এর উদ্দেশ্য হল, শিক্ষার্থীদের সর্বোত্তম প্রস্তুতির উপযোগী ক্লাস দেওয়া। ভিএমসি এমন একটি ব্যতিক্রমী শিক্ষাগত ব্যবস্থা চালু করেছে যা শিক্ষার্থীদের মৌলিক ধারণা তৈরি করা এবং সেই ধারণাগুলিকে আরও উন্নত করার উপর জোর দেয়। এ ভাবেই নিট পরীক্ষায় শীর্ষ স্থান অর্জনের জন্য পরীক্ষার্থীদের এক ধাপ এগিয়ে রাখে ভিএমসি-র এই পাঠক্রম।
ইতিমধ্যে অনলাইন মাধ্যমে ক্লাস শুরু হয়েছে এবং লকডাউন শেষ হওয়ার পর যথারীতি ইনস্টিটিউটে ক্লাস নেওয়া শুরু হবে। এই কোভিড-১৯ সংকটের সময়ে ‘ভিএমসি গুরু’ (VMC GURU) নামে তার অনলাইন ক্লাস ছাত্রছাত্রীদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ভিএমসি। অনলাইনে ক্লাসগুলি সাফল্যের সঙ্গে দেওয়ার জন্য ভিএমসি একটি অনন্য শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে যেটি নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।
পুঙ্খানুপুঙ্খ গবেষণার পরে, প্রোগ্রামটির কার্যকারিতা এবং শিক্ষার্থীদের সাফল্যের বিষয়ে ভিএমসি এতটাই আত্মবিশ্বাসী যে ‘ক্র্যাক নিট অর গেট ফি রিফান্ড’ নামে একটি’ প্রোগ্রামও চালু করেছে। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয়, তা হলে তাঁকে তাঁর টিউশন ফি ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
এ সম্পর্কে বিদ্যমন্দির ক্লাসেস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিষ্ণু দত্ত শর্মা বলেন, “নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কী ধরনের শিক্ষা প্রয়োজন, তা আমরা বুঝি। তাই আমরা সর্বশেষতম পরীক্ষার ধরন অনুযায়ী বৈজ্ঞানিক ভাবে তৈরি করা স্টাডি মেটিরিয়াল এবং পরীক্ষার সিরিজের ব্যবস্থা নিয়েছি। আমরা নিশ্চিত, আমাদের সেরা শিক্ষকদের কাছ থেকে ব্যক্তিগত মনোযোগ এবং শিক্ষা পেয়ে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় সফল হয়। আমাদের প্রোগ্রামের গুণগত মান কেমন তা আমাদের ছাত্রদের ফলই বলে দেয়।”
ভিএমসি ২০১৭ সালে নিট প্রিপারেটরি কোর্স চালু করেছে। প্রথম ব্যাচে সাফল্যের হার ৮৫.৫%। প্রথম ব্যাচ হিসাবে এই হার রীতিমতো উল্লেখযোগ্য। মেডিকেল কোর্সের পুরো সময়কাল জুড়ে শিক্ষার্থীদের উপযোগী স্টাডি মেটিরিয়াল দেওয়া হয় এবং দেশের শীর্ষ শিক্ষকদের মাধ্যমে পঠনপাঠন প্রক্রিয়া চালানো হয়। তিন দশকেরও বেশি সময় ধরে তাদের কোর্স করে দেশব্যাপী জয়েন্ট এনট্রান্স এগজামিনেশনে (JEE) সর্বাধিক সফল হওয়ার ট্র্যাক রেকর্ড রয়েছে ভিএমসির। বিদ্যামন্দির ক্লাসেস দেশের সকল নিট প্রত্যাশীকে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ব্যাপারে অত্যন্ত আগ্রহী।
শিক্ষা ও কেরিয়ার
৯১ হাজার ফ্রেশার নিয়োগ করতে পারে বৃহত্তম চার তথ্যপ্রযুক্তি সংস্থা
চাহিদার সঙ্গে বাড়তে পারে সুযোগও!

বেঙ্গালুরু: করোনাভাইরাস অতিমারি এবং লকডাউনের ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। সংশ্লিষ্ট মহলের মতে, ২০২১-২২ অর্থবর্ষে প্রায় ৯১ হাজার নতুন কর্মী নিয়োগ করতে পারে টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজিস এবং উইপ্রোর মতো বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।
চলতি আর্থিক বছরে ক্যাম্পাস থেকে নিয়োগে বড়োসড়ো প্রভাব ফেলেছে করোনা অতিমারি। যে কারণে চাহিদা বেড়েছে। সব মিলিয়ে আগের বছরের তুলনায় এ বার সরাসরি ক্যাম্পাস থেকে নিয়োগের সংখ্যাও অনেকটা বাড়তে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। কারণ, এ ধরনের অধিকাংশ প্রতিষ্ঠানই ফ্রেশারদের সুযোগ দেয়।
টিএসএস (TCS)-এর এগজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিলিন্দ লক্কড় সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, সংস্থা এ বছরের মতো সামনের বছরেও একই সংখ্যক (প্রায় ৪০ হাজার) ফ্রেশার নিয়োগ করতে পারে।
ইনফোসিস (Infosys) জানিয়েছে, আগামী অর্থবর্ষে কলেজ থেকে স্নাতক পর্যায়ের ২৪ হাজার কর্মী নিয়োগ করা হতে পারে। যা চলতি বছরের থেকে প্রায় ১৫ হাজার বেশি।
এইচসিএল টেকনোলজিসের (HCL Technologies) মানবসম্পদ আধিকারিক আপ্পারাও ভিভি বলেছেন, একাধিক কারণে আগামী অর্থবর্ষে ফ্রেশার নিয়োগ বাড়তে পারে। সংস্থার পরিকল্পনা রয়েছে, ভারতে প্রায় ১৫ হাজার ফ্রেশার নিয়োগের। আবার অন-সাইটে দেড়-দু’হাজার কর্মী নিয়োগের চিন্তাভাবনাও রয়েছে।
অন্যদিকে উইপ্রো (Wipro) প্রত্যাশা করছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে (IT sector) আগামী কয়েক মাসের মধ্যে ‘প্রতিভা অন্বেষণের যুদ্ধ’-এর সূচনা হতে পারে। কারণ কয়েক মাসের বিরতির পর সংস্থাগুলি শেষ দু’টি ত্রৈমাসিকে কর্মী নিয়োগের পদক্ষেপ গ্রহণ করেছে। সংস্থার মানবসম্পদ আধিকারিক সৌরভ গোভিল জানান, পুরোটাই নির্ভর করছে চাহিদার উপর। শেষ কয়েক মাসে তাঁরা যে ভাবে নিয়োগ করছেন, তাতে আরও চাহিদা এবং সুযোগ বৃদ্ধিরই কথা।
আরও পড়তে পারেন: ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
শিক্ষা ও কেরিয়ার
ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে

খবরঅনলাইন ডেস্ক: ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১)-এর জন্য অনলাইন আবেদন চাইছে।
যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে ডিগ্রি কোর্স পাস করতে হবে।
প্রার্থীদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা –
বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন শুরুর তারিখ ৩০/১২/২০২০
আবেদন শেষের তারিখ ২৮/০১/২০২১
আবেদন করতে লাগবে
জিজ্ঞাস্য যাবতীয় তথ্য, ফটো আইডি, স্বাক্ষর, পরিচয়ের প্রমাণপত্র ও যাবতীয় তথ্যে সার্টিফিকেট।
আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন।
উল্লেখ্য – কেবলমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে
-
রাজ্য1 day ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
দেশ2 days ago
মহারাষ্ট্র-কেরলে সংক্রমিত ৮০৮৬ বাকি দেশে মাত্র ৫০৭২, ২৩ মে’র পর সব থেকে কম দৈনিক মৃত্যু ভারতে
-
রাজ্য2 days ago
দক্ষিণবঙ্গে দু’ দিনের জন্য তাপমাত্রা বাড়লেও ফের ফিরবে শীত, উত্তরের পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
-
ফুটবল3 days ago
এগিয়ে থেকেও ড্র করে পয়েন্ট খোয়াল এটিকে মোহনবাগান