পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনের লক্ষ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক বছর নষ্ট হওয়া থেকে বাঁচানো। তবে, এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে ভাবছি। তবে এটি এখনও আলোচনা সাপেক্ষ, চূড়ান্ত কিছু ঠিক হয়নি।”
বর্তমান নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য হলে পড়ুয়ারা দ্বিতীয় সেমেস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলে এই সুযোগ নেই। নতুন প্রস্তাব চালু হলে, দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য পড়ুয়ারাও শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, ভাষাভিত্তিক বিষয়ে অকৃতকার্য হলে বর্তমানে সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নতুন নিয়মে শুধুমাত্র অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিলেই চলবে।
দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “পড়ুয়াদের স্বার্থে এই ব্যবস্থা খুবই উপকারী হবে। তবে শিক্ষা সংসদ যদি পরীক্ষার সময়সূচির দিকে নজর দেয়, তাহলে পড়ুয়ারা দ্রুত তৃতীয় সেমেস্টারের প্রস্তুতি নিতে পারবে।”
প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে, যার ফলে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই নতুন প্রস্তাব পড়ুয়াদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।