Homeশিক্ষা ও কেরিয়ারদ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলেও সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ, নিয়ম বদলের ভাবনা সংসদের

প্রকাশিত

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। এই পরিবর্তনের লক্ষ্য পড়ুয়াদের স্বার্থ রক্ষা করা এবং তাদের একাডেমিক বছর নষ্ট হওয়া থেকে বাঁচানো। তবে, এই প্রস্তাব এখনও আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “সেমেস্টার পদ্ধতিতে পড়ুয়াদের বছর যাতে নষ্ট না হয়, সেজন্য আমরা এই ধরনের ব্যবস্থা নিয়ে ভাবছি। তবে এটি এখনও আলোচনা সাপেক্ষ, চূড়ান্ত কিছু ঠিক হয়নি।”

বর্তমান নিয়ম অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে কোনও বিষয়ে অকৃতকার্য হলে পড়ুয়ারা দ্বিতীয় সেমেস্টারে সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারেন। কিন্তু দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য হলে এই সুযোগ নেই। নতুন প্রস্তাব চালু হলে, দ্বিতীয় সেমেস্টারে অকৃতকার্য পড়ুয়ারাও শুধুমাত্র সেই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এছাড়া, ভাষাভিত্তিক বিষয়ে অকৃতকার্য হলে বর্তমানে সমস্ত বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হয়। নতুন নিয়মে শুধুমাত্র অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিলেই চলবে।

দ্য পার্ক ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুপ্রিয় পাঁজা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, “পড়ুয়াদের স্বার্থে এই ব্যবস্থা খুবই উপকারী হবে। তবে শিক্ষা সংসদ যদি পরীক্ষার সময়সূচির দিকে নজর দেয়, তাহলে পড়ুয়ারা দ্রুত তৃতীয় সেমেস্টারের প্রস্তুতি নিতে পারবে।”

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হয়েছে, যার ফলে পাঠ্যক্রমেও ব্যাপক পরিবর্তন এসেছে। এই নতুন প্রস্তাব পড়ুয়াদের জন্য আরও সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

হোটেল ম্যানেজমেন্ট পড়বেন কেন? কতটা চাকরির সুযোগ, কত আয়, জেনে নিন

হোটেল ম্যানেজমেন্টে ভবিষ্যৎ কতটা উজ্জ্বল? কোথায় পড়বেন, কী চাকরি পাবেন, কত বেতন—জেনে নিন এই জনপ্রিয় কোর্সের সমস্ত দিক।

বেসরকারি ও স্বশাসিত কলেজ-ইউনিভার্সিটিতে স্নাতকস্তের ভর্তি শেষ, সরকারির পোর্টাল এখনও বন্ধ

রাজ্যে এখনো চালু হয়নি কেন্দ্রীয় স্নাতক ভর্তি পোর্টাল। সরকারি কলেজগুলিতে ভর্তি আটকে ওবিসি সংরক্ষণ ইস্যুতে। উদ্বেগে ছাত্র-অভিভাবকরা।

উচ্চ প্রাথমিক ও প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট, সপ্তম কাউন্সেলিং ১১ জুন, প্রাথমিকের নথি যাচাই ৯ জুন থেকে

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে সপ্তম কাউন্সেলিং ডাক পেলেন ১২১ জন চাকরিপ্রার্থী, ১১ জুন থেকে প্রক্রিয়া। প্রাথমিক শিক্ষক নিয়োগে নথিপত্র যাচাই শুরু ৯ জুন, চলবে ১৮ জুন পর্যন্ত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে