কলকাতা: একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মূল্যায়নের ফরমুলা নিয়ে আগের বিজ্ঞপ্তির কয়েকটি বিষয়ে অদলবদল ঘটিয়ে পুনরায় নতুন বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বলা হয়েছে, মাধ্যমিকের স্তরে প্রাপ্ত নম্বরের গড় ২৫-২৯ শতাংশ হলেই একাদশের মার্কশিটে তা ৩০ শতাংশ হিসেবে গ্রাহ্য করা হবে।
সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধানের উদ্দেশে নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের বিজ্ঞপ্তির বর্ধিত ও পরিমার্জিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মার্কশিট তৈরির ক্ষেত্রে মাধ্যমিক স্তরের পরীক্ষার ন্যূনতম মার্কস ৩০ শতাংশ গ্রাহ্য করা হবে। অর্থাৎ, ২৫-১৯ শতাংশ গড় নম্বরও ৩০ শতাংশ হিসেবে গ্রাহ্য করা হবে।
মার্কশিট পৌঁছানোর সময় সম্পর্কে স্কুল প্রধানদের বলা হয়েছে, একাদশ শ্রেণির মূল্যায়িত মোট নম্বর ও মার্কশিট অভিভাবকদের মাধ্যমে আগামী ৫ অক্টোবরের মধ্যে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে।
এ ছাড়া প্রতিটা স্কুলের নির্দিষ্ট ই-মেল-এ ব্ল্যাঙ্ক মার্কস ফয়েল-এর সফট কপি পাঠানো হবে। যদি কোনো স্কুল ২৯ অক্টোবরের মধ্যে সেই সফট কপি না পায়, তা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে পারবে।
আগামী ১১-৩০ নভেম্বরের মধ্যে সংসদের নির্দিষ্ট মার্কস ফয়েল (হার্ড কপি) সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে জমা করতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হয়নি। অথচ বৃত্তির ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে পড়ুয়াদের মার্কশিট। আগের নিয়মে কোনও ছাত্রের মাধ্যমিকে চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের গড় ২৫ থেকে ২৯ হলে তারা সংসদের নিয়ম অনুয়াযী অকৃতকার্য হয়ে যাচ্ছিল। সংসদের নতুন বিজ্ঞপ্তিতে সেই আশঙ্কা দূরীভূত হল।
শিক্ষা সংক্রান্ত আরও প্রতিবেদন পড়তে পারেন এখানে:
কাজ পাননি এমন গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের সুযোগ
GATE 2022: আইআইটি-র আবেদন শুরু হচ্ছে বৃহস্পতিবার, জানুন যোগ্যতা, ফি-সহ বিস্তারিত
উচ্চশিক্ষার জন্য বার্ষিক ৪৮ হাজার টাকার ওএনজিসি স্কলারশিপ, জানুন খুঁটিনাটি
আপনার বেতন কি শুধু মাস চালানোর মতন? IIM কলকাতায় ভর্তি হন!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।