ডব্লুবিসিএস (WBCS) পরীক্ষার সিলেবাসে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পুরনো পদ্ধতিতেই এবার থেকে নেওয়া হবে ডব্লুবিসিএস-এর প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা।
প্রথমে পরিকল্পনা করা হয়েছিল ইউপিএসসি-র সিভিল সার্ভিস পরীক্ষার ধাঁচে ডব্লুবিসিএস পরীক্ষা নেওয়ার। সে উদ্দেশ্যে জারি হয় দুটি পৃথক বিজ্ঞপ্তিও। কিন্তু পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে রাজ্য সরকার। মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, প্রিলিম ও মেইন— দুই স্তরের পরীক্ষায় কী কী বিষয় থাকবে এবং কত নম্বরের হবে, তার বিস্তারিত বিবরণ।
নতুন নিয়মে বাধ্যতামূলক ভাষা পরীক্ষায় এবার বাংলা ও নেপালির পাশাপাশি যুক্ত করা হয়েছে হিন্দি, উর্দু ও সাঁওতালি ভাষাও। এই পাঁচটি ভাষার মধ্য থেকে পরীক্ষার্থীরা একটি বেছে নিতে পারবেন। উল্লেখযোগ্যভাবে, এই ভাষার পরীক্ষা মাধ্যমিক স্তরের হবে এবং এটি শুধু মেইন পরীক্ষার অংশ।
এছাড়া, ঐচ্ছিক (Optional) বিষয়ের তালিকায়ও যুক্ত করা হয়েছে নেপালি ভাষাকে। আগে থেকেই ঐচ্ছিক বিষয়ের তালিকায় বাংলা, হিন্দি, উর্দু, সাঁওতালি, সংস্কৃতসহ মোট ৩৮টি বিষয় রয়েছে। এই তালিকা থেকেই একটি বিষয় বেছে নিয়ে দুটি পেপারের উত্তর দিতে হবে মেইন পরীক্ষায়।
প্রশাসনিক সূত্রের খবর, চলতি বছরেই পিএসসি (PSC) ডব্লুবিসিএস পরীক্ষা নিতে চলেছে। ইতিমধ্যে ২০২২ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য পরীক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ডিমড বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়ে বড় পরিবর্তন, SRFTI দেবে MFA ডিগ্রি, শুরু হবে স্নাতক পাঠ্যক্রমও
ডায়েটে (DIET) ১০১টি পদে নিয়োগ অনুমোদন, রাজ্যে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ