কলকাতা: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন (WBJEE)-এর অ্যাডমিট কার্ড অনলাইনে প্রকাশিত হয়েছে শুক্রবার (২২ এপ্রিল)। সমস্ত প্রার্থীদের জন্যই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। যা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – wbjeeb.nic.in থেকে ডাউনলোড করে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
রাজ্য জয়েন্ট পরীক্ষা আগামী ৩০ এপ্রিল। নতুন করে বলার নয়, অ্যাডমিট কার্ডে পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে। যেমন পরীক্ষাকেন্দ্র, সময় এবং রোল নম্বরের মতো প্রয়োজনীয় তথ্যগুলি এখানে নিশ্চিত হওয়া যায়।
পরীক্ষায় বসার জন্য যাঁরা রেজিস্ট্রেশন করেছেন, তাঁরা এই অ্যাটমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয়, তা নীচে দেওয়া পদক্ষেপগুলিতে দেখে নিতে পারেন ধাপে ধাপে।
১. প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-এ চলে যান
২. হোমপেজে রয়েছে ‘Download Admit Card’ লিঙ্ক, সেখানে ক্লিক করুন
৩. নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং পিন দিন
৪. স্ক্রিনে দেখতে পাবেন আপনার অ্যাডমিট কার্ড
৫. ডাউনলোড করে নিন। পরবর্তীতে কাজে লাগবে, তাই প্রিন্ট করে নিতে ভুলবেন না
মনে রাখবেন, পরীক্ষাকেন্দ্রে রওনা দেওয়ার আগে অ্যাডমিট কার্ডের এই প্রিন্ট আউট সঙ্গে নিতে ভুলবেন না। ডাউনলোডের সময় যদি তাতে কোনো রকমের অসঙ্গতি নজরে আসে, তা হলে বোর্ডের কাছে রিপোর্ট করুন। অনুমান করা হয়েছিল, ২৫ এপ্রিল প্রকাশিত হতে পারে জয়েন্টের অ্যাডমিট, তবে তার কয়েক দিন আগেই প্রকাশিত হওয়ায় এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সময় মিলবে।
আরও পড়তে পারেন:
দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফিরল পুরনো নিয়ম, নতুন পাঠ্যক্রম প্রকাশ করল সিবিএসই
প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য টার্ম-২ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল সিবিএসই
কেন্দ্রীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পদ শূন্য হওয়ার আগেই শিক্ষক নিয়োগ, নয়া পরিকল্পনা মন্ত্রকের
পিছিয়েছে জয়েন্ট এন্ট্রাস মেন পরীক্ষা, ঠিক কী কারণে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।