এপ্রিলে হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার আগে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে আগামী ২২ জানুয়ারি। পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট https://wbjeeb.nic.in-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। ১৭ এপ্রিল থেকে ডাউনলোড করা যাবে পরীক্ষার অ্যাডমিট কার্ড। রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচারের স্নাতক কোর্সে ভর্তির জন্য ২৭ এপ্রিল হবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড আয়োজিত রাজ্য জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার বয়সের নিয়ম কী
২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বয়স হতে হবে কমপক্ষে ১৭ বছর। ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য বয়স হতে হবে ১৭-২৫ বছরের মধ্যে।
কীভাবে করবেন আবেদন
২২ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশনের সময় অনলাইনে পরীক্ষার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে। যথাযথ ভাবে আবেদনপত্র পূরণ করতে হবে।
কবে হবে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা
২৭ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হবে। ২টি পেপারে পরীক্ষা হবে। পেপার ওয়ানে মোট ১০০ নম্বরের গণিতের প্রশ্ন থাকবে। দ্বিতীয় পত্রে ৫০ নম্বরের পদার্থবিদ্যা আর ৫০ নম্বরের রসায়নের পরীক্ষা হবে। মাল্টিপল চয়েজের প্রশ্ন হবে।
পরীক্ষায় বসতে কত টাকার ফি লাগবে
সাধারণ পরীক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা জমা দিতে হবে। ছাত্রীদের ক্ষেত্রে ৪০০ টাকা আর তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি আর ওবিসি, শারীরিক বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা, ছাত্রীদের ক্ষেত্রে ৩০০ টাকা ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা অনলাইনে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড মারফত জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র ও ফি জমা দেওয়ার পর ই-রিসিপ্ট ও কনফার্মেশন পেজের প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে।