ওয়েবডেস্ক : ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (ডব্লিউবিপিএসসি) ওয়েলফেয়ার অফিসার পদে আবেদন চাইছে। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম – ওয়েলফেয়ার অফিসার ইন কারেকশনাল হোম
পদের সংখ্যা – ৫
প্রার্থী নেওয়া হবে চুক্তির ভিত্তিক। তবে পরবর্তীতে স্থায়ী হতে পারে।
আবেদন জানানোর শেষ তারিখ – ২৬ ডিসেম্বর ২০১৯
বয়সসীমা – ১/১/২০১৯ অনুযায়ী ৩৬ বছর
শিক্ষাগত যোগ্যতা – সোশ্যাল ওয়েলফেয়ার কাজের ওপর স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিশ্ববিদ্যালয় বা সমতুল থেকে ডিগ্রি থাকতে হবে।
অথবা অন্য যে কোনো বিষয়ে স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে। কিংবা এই কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের খরচ – ১৬০ টাকা
নিয়োগ পদ্ধতি – প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ
আবেদন করতে হবে – সংস্থার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে
ওয়েবসাইটটি হল – http://pscwbapplication.in/
বিস্তারিত জানতে দেখতে হবে – https://drive.google.com/file/d/1fO32Wv_FUgZijRSE37zuu4wNG3j0CyXq/edit
আরও দেখুন – হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ৭২টি পদে আবেদন চাইছে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।