শিক্ষা ও কেরিয়ার
টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
১৬,৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে।

খবর অনলাইন ডেস্ক: প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে আগেই দিনক্ষণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার টেটের বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ।
৩১ ডিসেম্বর দিনাঙ্কিত সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি বেলা ১টায় শুরু হবে পরীক্ষা। অফলাইনে আড়াই ঘণ্টার পরীক্ষায় ১৫০ নম্বরের প্রশ্নপত্রের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।

গত ২৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী জানান, “প্রাথমিকের জন্য ১৬,৫০০ শূন্যপদে নিয়ে নিয়োগ করা হবে। প্রাথমিক শিক্ষা সংসদ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে। ইতিমধ্যেই যাঁরা টেটে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টারভিউ হবে আগামী বছরের ১০-১৭ জানুয়ারি। এর পরে অ্যাপয়েন্টমেন্ট প্যানেল তৈরি হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব। তৃতীয় দফার টেট হবে আগামী ৩১ জানুয়ারি”।
উল্লেখ্য, ২০১৭ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তির পর যাঁরা আবেদন করেছিলেন, তাঁরাই এই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। মোট আড়াই লক্ষ আবেদনকারী রয়েছেন যাঁরা এই প্রাথমিকের টেট দেবেন।
আরও পড়তে পারেন: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করল হাইকোর্ট
শিক্ষা ও কেরিয়ার
ডেটা এন্ট্রি অপারেটর চাইছে কলকাতা হাইকোর্ট, আবেদন জানাবেন কী ভাবে

খবর অনলাইন ডেস্ক : কলকাতা হাইকোর্টে ডেটা এন্ট্রি অপারেটর পদে ১৫৩ জন প্রার্থী নেবে। অনলাইন আবেদন জানাতে হবে।
১। পদের নাম –
ডেটা এন্ট্রি অপারেটর
২। শূন্যপদ –
১৫৩
৩। শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক বা সমতুল পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা স্বীকৃত সংস্থা থেকে। সঙ্গে প্রতিঘণ্টায় টাইপিং স্পিড হতে হবে আট হাজার বা তার বেশি।
৪। বয়সসীমা –
০১/০১/২০২১ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
৫। বেতনক্রম –
২২৭০০ টাকা থেকে ৫৮৫০০ টাকা
৬। পরীক্ষার ফি –
ডেটা এন্ট্রি অপারেটর পদে পরীক্ষার খরচ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপসিলি জাতি, উপজাতিদের জন্য ৪০০ টাকা।
৭। আবেদনের পদ্ধতি –
কেবল কলকাতায় হাইকোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।
৮। ওয়েবসাইটটি হল –
৯। গুরুত্বপূর্ণ তারিখ –
অনলাইন আবেদনের শুরু করার তারিখ ১১/০১/২০২১
অনলাইন আবেদনের শেষের তারিখ ২৭/০১/২০২১
১০। বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে –
এখানে ক্লিক করুন।
১১। আবেদনের জন্য –
এখানে ক্লিক করুন।
আরও – ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে
শিক্ষা ও কেরিয়ার
ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্সের জন্য আবেদন চাইছে

খবরঅনলাইন ডেস্ক: ভারতীয় সেনা এনসিসির স্পেশাল এন্ট্রি স্কিম ৪৯তম কোর্স (এপ্রিল ২০২১)-এর জন্য অনলাইন আবেদন চাইছে।
যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নম্বর নিয়ে ডিগ্রি কোর্স পাস করতে হবে।
প্রার্থীদের এনসিসি বি বা সি সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা –
বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ১৯ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদন করতে হবে অনলাইনে।
আবেদন শুরুর তারিখ ৩০/১২/২০২০
আবেদন শেষের তারিখ ২৮/০১/২০২১
আবেদন করতে লাগবে
জিজ্ঞাস্য যাবতীয় তথ্য, ফটো আইডি, স্বাক্ষর, পরিচয়ের প্রমাণপত্র ও যাবতীয় তথ্যে সার্টিফিকেট।
আবেদন পত্র পূরণ করা হয়ে গেলে তার একটি প্রিন্টআউট নিয়ে রাখবেন।
উল্লেখ্য – কেবলমাত্র অবিবাহিতরাই আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে
শিক্ষা ও কেরিয়ার
পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে প্রার্থী নেবে

খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের (ফডার, অ্যানিমল রিসোর্সেস ডেভেলপমেন্ট) পদে প্রার্থী নেবে। আবেদন করতে হবে অনলাইনে।
পদের নাম –
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যানিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট)
পদ –
১২
চাকরিক্ষেত্র –
পশ্চিমবঙ্গ
চাকরির ধরন –
সরকারি চাকরি
বেতনক্রম –
৫৬০০০ টাকা – ১৪৪৩০০টাকা
শিক্ষাগত যোগ্যতা –
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে ডিগ্রি বা ভেটেরিনারি সায়েন্স এবং পশুপালনে ডিগ্রি।
বয়সসীমা –
৪০ বছরের মধ্যে। (১/১/২০২০ অনুযায়ী)। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।
আবেদনের পদ্ধতি –
অনলাইন
আবেদনের খরচ –
সাধারণ ও ওবিসিদের জন্য ১০ টাকা। বাকিদের ফি লাগবে না। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে।
নিয়োগ পদ্ধতি –
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার।
আবেদন শুরু –
১১ জানুয়ারি ২০২১
আবেদনের শেষ –
তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১
বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে
আবেদন করতে ক্লিক করুন এখানে
আরও – টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ
-
রাজ্য2 days ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ3 days ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
প্রযুক্তি3 days ago
হোয়াটসঅ্যাপে এ ভাবে সেটিং করলে আপনার আলাপচারিতা কেউ দেখতে পাবে না এবং তথ্যও থাকবে নিরাপদে
-
শরীরস্বাস্থ্য3 days ago
কেন খাবেন মেথি?