উচ্চ প্রাথমিকে প্যারাটিচার বা পার্শ্বশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ১০% সংরক্ষিত আসনের জন্য নামের প্রাথমিক তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওই তালিকায় ১৮৭২ জনের নাম আছে। এসএসসি সূত্রের খবর, আদালতের অনুমতি পাওয়ার পর এই তালিকা থেকে প্রার্থীদের নথি যাচাই করার পর তাঁদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
ইন্টারভিউয়ে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের নামের প্যানেল প্রকাশ করা হবে। তার পর হবে কাউন্সেলিং। এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে তা একেবারেই প্রাথমিক। এই তালিকা পরবর্তী পর্যায়ে সংশোধিত হওয়ার সম্ভাবনা আছে।
তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে এটাও স্পষ্ট ভাবে জানানো হয়েছে, তালিকায় নাম আছে মানেই প্রার্থীরা যে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পাবেন, তেমনটা নয়। ১:১.৪ অনুপাত এবং প্রার্থী বাছাইয়ের নির্দিষ্ট বিধির ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের তালিকা প্রকাশ করা হবে। আদালতের রায়, বয়সসীমা, নথি যাচাইয়ের বিষয়গুলি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উচ্চ প্রাথমিকের বাকি ৯০% আসনে কাউন্সেলিং পর্বের প্রথম রাউন্ড মঙ্গলবার শেষ হয়েছে। প্যানেলে থাকা মোট ৮,৭৪৯ প্রার্থীকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য। তবে তাঁদের মধ্যে ২,০৭২ জন কাউন্সেলিংয়ে আসেননি বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন। তিনি জানান, কাউন্সেলিং প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। কোনও কোনও প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি আবার কেউ কেউ কাউন্সেলিং প্রত্যাখ্যান করেছেন।