aishwaria
ঐশ্বর্য রাই বচ্চন

ওয়েবডেস্ক: হ্যাঁ ঠিক তাই। ঐশ্বর্যের পরবর্তী ছবিতে তিনি রাজার ‘কূট’ রানির ভূমিকায় অভিনয় করতে চলেছেন। ছবি হাতে নেওয়ার ব্যাপারে খুবই খুঁতখুঁতে নায়িকা। তবে এ বার আরও এক বার তাঁর প্রিয় পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। মণিরত্নমের পরবর্তী ছবিতে স্বাক্ষর করেছেন ঐশ্বর্য। ছবিটি চোল সাম্রাজ্যের একটি সময়ের কাহিনিকে ঘিরে এগিয়ে যাবে।

মণি রত্নম

মূলত উপন্যাস পন্নিয়িন সেলভানের ওপরই তৈরি হবে ছবি। ছবির কেন্দ্রে রয়েছেন চোল সম্রাট রাজা আরুলমঝি বর্মন। সময়টা দশম শতক। এই সম্রাটের স্ত্রী হবেন ঐশ্বর্য। চরিত্রটি তার কু-বুদ্ধি দিয়ে রাজাকে সব সময় বিপদে ফেলতে আর হেনস্থা করতে চায়।

View this post on Instagram

✨🥰❤️LOVE💖😍🌟🌈

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb) on

যাইহোক, ঐশ্বর্যকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ছবি ফান্নি খানে। অনিল কাপুর আর রাজ কুমার রাও-এর সঙ্গে। নায়িকার চরিত্রটি প্রশংসিত হলেও বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকেই ছবিতে নাম লেখানোর ব্যাপারে খুবই সচেতন হয়ে পড়েছেন ঐশ্বর্য। মণিরত্নমের সঙ্গে এর আগে তিনি কাজ করেছেন, গুরু আর রাবণ ছবিতে। এ বার এটি মণির সঙ্গে ঐশ্বর্যের তৃতীয় ছবি।

আরও পড়ুন – কানের রেড কার্পেটে হিনা খান! ঝড় উঠল সোশ্যাল মিডিয়ায়

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here