বিনোদন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
তিনি রয়েছেন সকলের মনে…

সুচরিতা দে, কলকাতা
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিছুদিন আগেই করোনায় আমরা হারিয়েছি বাংলার সংস্কৃতি জগতের উজ্জ্বল তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। যদিও তিনি রয়েছেন সকলের মনে, সেই কারণেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র রয়েছেন তিনি। এই বছরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি “অপুর সংসার ” প্রদর্শনের মাধ্যমেই সূচনা হয়েছে চলচ্চিত্র উৎসব।
সঙ্গে সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার তার উদ্বোধন করেছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতার কন্যা পৌলমী বসু, পুত্র সৌগত চট্টোপাধ্যায় ও পরিচালক সুদেষ্ণা রায়।

তাঁর দীর্ঘ অভিনয় জীবনের নানা মুহূর্তের ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। স্থিরচিত্রের পাশাপাশি স্ক্রিনে তাঁর বিভিন্ন অভিনয়ের কোলাজ করা ভিডিও দেখানোর ব্যবস্থাও রয়েছে।
প্রদর্শনী দেখে পৌলমী জানালেন, ‘খুবই সুন্দর, নিখুঁত ভাবে সাজানো হয়েছে। খুব যত্ন নিয়ে কাজটা করা হয়েছে । আমি আমাদের নাটকের কস্টিউম দিয়েছিলাম। আমার দাদা কবিতা সংক্রান্ত পুস্তিকায় লেখা দিয়েছে। আমিও একটা লেখা দিয়েছি। প্রচুর ছবি ছিল আমার কাছে, সেগুলোও দিয়েছি। তবে বেশিরভাগটাই ওঁরা নিজেদের দায়িত্বে সাজিয়েছেন। আমার খুব ভালো লেগেছে।’

প্রদর্শনী দেখে গৌতম ঘোষ জানালেন, ‘এই অতিমারীর সময়ে আমরা বহু দুঃখ বয়ে নিয়ে চলেছি। তার মধ্যে অন্যতম হল সৌমিত্রদার চলে যাওয়া। বাঙালি এখনও সেই শোক মেনে নিতে পারেনি। তাই এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওঁকে শ্রদ্ধা জানানোর দায়িত্ব আমাদের সকলের। উনি আমাদের সঙ্গে ছিলেন ও থাকবেন। একটা সময়ে এক সঙ্গে ছবি করেছি আমরা, অনেক স্মৃতি ওঁকে নিয়ে। এ বারের উৎসবকে সৌমিত্রদার জীবনের উদযাপন বলে মনে করুন সকলে। প্রদর্শনীটা সাজানোর জন্য খুব অল্প সময় ছিল, তার মধ্যেই খুব সুন্দর করে কাজ করেছেন ওঁরা। আশাকরি সকলের ভালো লাগবে। আমার ভালো লেগেছে। “
প্রদর্শনীতে যেমন সিনেমার নায়ক, অভিনেতা সৌমিত্রকে দেখানো হয়েছে সেই সঙ্গে মঞ্চাভিনেতা ,কবি ,চিত্রশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক অজানা বিষয়কে প্রদর্শনীতে দেখানো হয়েছে। সব মিলিয়ে সৌমিত্রর জীবনের কোলাজ প্রদর্শিত হয়েছে।
আরও পড়তে পারেন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের আলোয় ফেডরিকো ফেলিনি
বিনোদন
সুশান্ত সিং রাজপুতের জন্মদিনে ২৫ লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা করলেন দিদি শ্বেতা
ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৫.৫ লক্ষ টাকার একটি স্কলারশিপ তহবিল…

খবর অনলাইন ডেস্ক: প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ৩৫তম জন্মদিনকে স্মরণীয় করে রাখলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি।
গত ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সুশান্তের। মৃত্যুর পর বৃহস্পতিবারই তাঁর প্রথম জন্মবার্ষিকী। এ দিন শ্বেতা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে ৩৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ২৫.৫ লক্ষ টাকার একটি স্কলারশিপ তহবিল গঠিত হয়েছে।
শ্বেতা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখেন, সুশান্তের একটি স্বপ্ন পূরণের লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি লিখেছেন, “ইউসি বার্কলে-তে ৩৫ হাজার মার্কিন ডলারের সুশান্ত সিং রাজপুত স্মৃতি তহবিল গঠন করা হয়েছে। ইউসি বার্কলে অ্যাস্ট্রোফিজিক্স অনুসরণ করতে আগ্রহী যে কেউ এই তহবিলের জন্য আবেদন করতে পারেন। যাঁরা এটা সম্ভব করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ”।

সুশান্তের একটি পুরোনো ইনস্টাগ্রামের স্ক্রিনশট শেয়ার করেছেন শ্বেতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশান্ত কী ধরনের শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখতেন, সে সবই লেখা রয়েছে সেখানে। লেখা রয়েছে, “আমার স্বপ্ন হল ভারতের এবং অনন্যা জায়গার পড়ুয়াদের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা, যেখানে নি:খরচায় প্রয়োজনীয় শিক্ষা পাওয়া যাবে। যে শিক্ষা তাঁদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় স্কিল তৈরিতে সাহায্য করবে, সেটা তাঁদের নিজেদের পছন্দমতোই”।
নোটটিতে এমনও লেখা রয়েছে, “আমি মনে করি আমার জীবনের তিরিশটা বছর কেটে গেছে। কিছু হওয়ার চেষ্টা করেই এই প্রথম ৩০ বছর কেটে গেছে। আমি টেনিস, স্কুল এবং গ্রেডে ভালো হতে চেয়েছি। সব কিছু আমি সেই দৃষ্টিকোণ থেকেই দেখেছি। আমি যে ভাবে আছি, তা সব নয়, তবে যদি ভালো কিছু পেয়ে যাই!”
সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত আরও প্রতিবেদন পড়তে পারেন: সুশান্ত সিং রাজপুত

মুম্বই: ‘ধর্মীয় ভাবাবেগে আঘাতের’ অভিযোগে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে এ বার রীতিমতো শুরু হয়ে গেল দেশজোড়া তাণ্ডব! বুধবার মুম্বই পৌঁছালো উত্তরপ্রদেশ পুলিশের একটি প্রতিনিধি দল।
‘তাণ্ডব’-এর (Tandav) বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে লখনউয়ের হজরতগঞ্জ কোতোয়ালি থানায়। অভিযোগ, ‘তাণ্ডব’-এর বেশ কয়েকটি দৃশ্যে হিন্দু দেবদেবীদের আঘাত করা হয়েছে।
সক্রিয় যোগী আদিত্যনাথ
ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, অভিনেতা সেফ আলিখান-সহ ‘তাণ্ডব’ ওয়েব সিরিজের পুরো টিম অবশ্য টুইটারে নি:শর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন। জানা গিয়েছে, অভিযোগের উপর ভিত্তি করে ছবির কাহিনিও বদলে দেওয়ার চেষ্টা চলছে। তবে গেরুয়াশিবিরের চোখরাঙানি বিষয়টিতে এখানেই ইতি টানতে দিচ্ছে না।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখপাত্র শলভমণি ত্রিপাঠী জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাই কোনো ভাবেই ছাড় পাবেন না আলি আব্বাস জাফর, সইফ আলিখানরা। এর জন্য তাঁদের যথাযথ ‘মূল্য’ চোকাতে হবে। তিনি টুইটারে লেখেন, “উত্তরপ্রদেশ পুলিশ মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এফআইআর-এর শক্তিশালী ধারা রয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের জন্য মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে”।
পাশাপাশি মুম্বইয়ে পুলিশের একটি বিশেষ দল পাঠানোর কথা জানিয়ে তিনি মহারাষ্ট্র সরকারের উদ্দেশে বলেছেন, পুলিশের কাজে যেন কোনো রকম ভাবেই বাধা দেওয়া না হয়।
মুম্বইয়ের একাধিক জায়গায় উত্তরপ্রদেশ পুলিশ
সূত্রের খবর, উত্তরপ্রদেশ পুলিশের দলটি সম্ভবত অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজের নির্মাতা, অভিনেতা এবং অন্য কলাকুশলীদের বয়ান রেকর্ড করবে। এ দিন সকালেই তারা আন্ধেরির সুবার্বান ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে যায়। বিকেলে পুলিশ টিমের দুই সদস্য দক্ষিণ মুম্বইয়ে পুলিশ সদর দফতরেও যান। তবে সেখানে কী আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।
উত্তরপ্রদেশ পুলিশের ওই প্রতিনিধি দলের এক সদস্য বলেন, “আমরা এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলতে এসেছি। কোনো কিছু বলার অনুমতি আমাদের কাছে নেই”।
দায়ের একাধিক এফআইআর
উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, লখনউ, গ্রেটার নয়েডা ও শাহজাহানপুরে কমপক্ষে তিনটি এফআইআর দায়ের করা হয়েছে। ওয়েব সিরিজটিতে হিন্দু দেবদেবীদের চিত্রিত করার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে। ওয়েব সিরিজের পরিচালক, প্রযোজক হিমাংশুকৃষ্ণ মেহরা, সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি, অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি বিজেপি সাংসদ মনোজ কোটাক পুরো বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভাড়েকরকে।
উল্লেখ্য, সেফ ছাড়াও তাণ্ডব-এর গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সুনীল গ্রোভার, ডিম্বল কাপাডিয়া, গওহর খান, কৃতিকা কামরা প্রমুখ।
আরও পড়তে পারেন: বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী কোভিড পজিটিভ, বাড়িতেই চলছে চিকিৎসা
বিনোদন
বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী কোভিড পজিটিভ, বাড়িতেই চলছে চিকিৎসা
জ্বর ছাড়া তেমন কোনো গুরুতর উপসর্গ নেই তাঁর।

খবরঅনলাইন ডেস্ক: বেশ কয়েক দিন পর ফের কোভিড হানা দিল টলিউডে। এ বার আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। তবে স্বস্তির খবর এই যে তাঁর শরীরে তেমন কোনো উপসর্গ নেই। বাড়িতেই চিকিৎসা চলছে অভিনেত্রীর।
পরিবার সূত্রে খবর, দীর্ঘ সময় পর কাজে ফিরেছিলেন অভিনেত্রী, বৃদ্ধাশ্রম ‘টু’-এর শ্যুটিংয়ে ছিলেন তিনি। শুটিং চলাকালীনই জ্বর আসে তাঁর। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করা হয়। এরপর তাঁর কোভিড-১৯ (Covid 19) রিপোর্ট পজিটিভ আসে। তবে আর গুরুতর কোনো সমস্যা না থাকায় হাসপাতালে ভরতি করানো হয়নি তাঁকে।
আপাতত অনেকটাই সুস্থ আছেন ৭৯ বছর বয়সী অভিনেত্রী। তাঁর ক্ষেত্রে শুধুমাত্র এই বয়সটাই উদ্বেগের কারণ চিকিৎসকদের কাছে।
কোভিডে এর আগে আক্রান্ত হয়েছে টলিউডের বহু তারকা। কোয়েল মল্লিক,রঞ্জিত মল্লিক, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী থেকে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের কন্যা পৌলমীও বর্তমানে কোভিডে আক্রান্ত। তবে রাজ্যে কোভিডের দাপট অনেকটাই ঝিমিয়ে আসায় ভবিষ্যতে টলিউডেও এর প্রকোপ কমবে বলে মনে করছেন তারকারা।
খবরঅনলাইনে আরও পড়তে পারেন
অফিসে শেষ দিনে ডোনাল্ড ট্রাম্প বললেন, “বাইডেনের সাফল্যের জন্য প্রার্থনা করুন”
-
রাজ্য2 days ago
বুধবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
-
কলকাতা3 days ago
এ বার সারা দিনের পাসে বাস-ট্রাম-ফেরিতে কলকাতা ভ্রমণ
-
দেশ3 days ago
প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
-
প্রবন্ধ2 days ago
শিল্পী – স্বপ্ন – শঙ্কা: সৌমিত্র চট্টোপাধ্যায়কে যেমন দেখেছি, ৮৭তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য