প্রাক্তনের প্রতি আগের মতো টান রয়েছে আমিরের!

0

বিচ্ছেদের পরে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির। শুধু তাই নয়, নিয়ম করে তাঁদের ২ জনের সঙ্গে সপ্তাহে দু দিন দেখাও করেন। সাম্প্রতিক কফি উইথ করণ টকশোতে হাজির হয়েছিলেন অভিনেতা আমির খান। এই অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে বর্তমানে তাঁর সম্পর্ক কেমন তা নিয়ে জানিয়েছিলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

কিরণ কিংবা রিনার সঙ্গে বন্ধুত্ব কিন্তু আজও অটুট আমির খানের। অভিনেতা নিজেই ফাঁস করলেন সেকথা। আমির খান জানান, “বিচ্ছেদ হলেও দুই স্ত্রীয়ের প্রতিই আমার শ্রদ্ধা এখনও অটুট। আমরা সকলে সারাজীবন একটা পরিবারের মতোই থাকব।” প্রাক্তন স্ত্রীদের সঙ্গে যে তাঁর সম্পর্ক মোটেই তিক্ত নয়,যেমনটা অনেক ভাবেন, অভিনেতা তা বোঝানোর চেষ্টা করেন। ব্যস্ততার মধ্যেও সপ্তাহে একটা দিন তারা একসঙ্গে সময় কাটান। নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নেন। এমনটাই দাবি অভিনেতার।

আরও পড়তে পারেন :

সুহানা-অগস্ত্যর এক সঙ্গে ডিনার ডেটে

একঢাল চুল দিয়ে শরীর ঢাকলেন উরফি

সারা শরীর কাদায় মাখামাখি শেহনাজের

গানের জাদুতে নিজের জায়গা করেছেন কিশোর কুমার

ক্রিকেটার হতে চেয়েও বলিউডে সফল বিশাল ভরদ্বাজ

বিজ্ঞাপন