amir-khan
আমির খান

ওয়েবডেস্ক: সম্প্রতি একটি হলুদ রঙের হুডি সোয়েটশার্ট পরে দেখা গিয়েছে আমির খানকে। হুডির ওপরে লেখা ছোটো ইংরাজি অক্ষরে ‘এ’। তার সঙ্গে আরও বেশ কিছু কথা লেখা আছে। তা সবই চিনা ভাষায়। আর এই লেখাগুলি হল ফ্যান ফলোয়ার্সদের স্বাক্ষর। এই হুডিটি তাঁকে উপহার দিয়েছেন চিনের অনুরাগীরা।

চিনের সঙ্গে আমিরের সম্পর্ক বহু পুরনো। ‘থ্রি ইডিয়েটস’ ছবি সেখানে দারুণ হিট করেছিল। ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ ছবি দু’টিও এখানে খুবই ভালো ব্যবসা করেছিল। ‘দঙ্গল’ ব্যবসা করেছিল ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

বিনোদনের আরও খবর

সম্প্রতি আমিরকে দেখা গিয়েছে মহারাষ্ট্রের ছিলেওয়াড়ি ও করেগাঁও অঞ্চলে। খরা সম্পর্কে সচেতনতা আর সতর্কতা প্রচারের কাজে। সঙ্গে ছিলেন আমির পত্নী কিরণ রাও-ও।

খরা আর কৃষির বিষয়ে যাঁরা কাজ করেন তাঁদের আরও উৎসাহ দেওয়ার জন্য এই অভিযান করেন আমির। এই অভিযানের নাম দিয়েছেন ‘মহাশ্রমদান’। প্রতি বছরই এই ‘মহাশ্রমদান’ অভিযান করেন আমির আর তাঁর অলাভজনক সংস্থা ‘পানি ফাউন্ডেশন’।

আমিরের পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’। ছবিটি মুক্তি পাওয়ার কথা পরের বছর ২০২০ সালে ক্রিসমাসের সময়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন