Homeবিনোদন‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

‘তারক মেহেতা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং হাসপাতালে, না খেয়ে ছিলেন ১৭ দিন!

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

‘তারক মেহেতা কা উল্টা চশমা’ সিরিয়ালে রোশন সোধির চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা গুরুচরণ সিং বর্তমানে হাসপাতালে ভর্তি। তিনি গত ১৭-১৮ দিন ধরে কোনো খাবার বা জল গ্রহণ করেননি। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ভক্তি সোনি জানিয়েছেন, গুরুচরণ জীবনের প্রতি অনীহা প্রকাশ করেছেন এবং  অভিনেতার ধারণা, জানুয়ারির ১৩-১৪ তারিখের মধ্যে তিনি বুঝতে পারবেন যে তিনি পৃথিবীতে থাকবেন কি না।

ভক্তি সোনি ইউটিউবার ভিকি লালওয়ানির সঙ্গে সাক্ষাৎকারে বলেন, “গুরুচরণ চেয়েছিলেন তিনি ইন্ডাস্ট্রি থেকে ডাক পাবেন। কিন্তু সেই সাড়া তিনি পাননি। এ কারণে তিনি এমন আধ্যাত্মিক যাত্রায় রয়েছেন।”

২০২৪ সালের এপ্রিল মাসে গুরুচরণ সিং নিখোঁজ হয়েছিলেন। পরে ফিরে এসে জানান, তিনি কাউকে কিছু না জানিয়ে ‘আধ্যাত্মিক যাত্রায়’ গিয়েছিলেন। ভক্তি সোনি জানান, “তিনি বলেছিলেন, হিমালয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু কিছু কারণে ফিরে আসেন। তাঁর দাবি, কোনো ঐশ্বরিক শক্তি তাঁকে ফিরে আসতে বলেছে। এখন তিনি গুরুদের নির্দেশে কাজ করছেন এবং সন্ন্যাস গ্রহণ করতে চান। তিনি কোনো পার্থিব সুখের পেছনে দৌড়তে চান না।”

গুরুচরণ সিংয়ের মা তাঁকে খাবার এবং জল গ্রহণের অনুরোধ করছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না বলে জানা গেছে। ভক্তি সোনি আরও বলেন, “তিনি খুবই সংবেদনশীল একজন মানুষ। এখন তিনি বিশ্বাস করছেন যে কেউ তাঁর পাশে নেই।”

অভিনেতা গুরুচরণ আগে জানিয়েছিলেন, তিনি তাঁর ঋণ (১.২ কোটি টাকা) পরিশোধ করতে এবং তাঁর বাবা-মায়ের যত্ন নিতে চান। তবে তাঁর বন্ধুর মতে, ঋণ পরিশোধ করতে না পারা তাঁর উপবাসের কারণ নয়। সোনি জানান, “তাঁর বাবার ৫৫ কোটি টাকার মূল্যের ৮টি দোকান রয়েছে। তবে ভাড়াটিয়াদের কারণে তাঁরা দোকানগুলো বিক্রি করতে পারছেন না। তিনি একটি মামলায় লড়ছেন। মামলা জিতলে এই ঋণ কোনো বিষয় নয়।”

৭ জানুয়ারি গুরুচরণ সিং তার ইনস্টাগ্রাম প্রোফাইলে হাসপাতালের শয্যায় শুয়ে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে জানান এবং হাসপাতালের ঘরের দৃশ্য দেখান।

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে গুলি, দায় স্বীকার খালিস্তানি জঙ্গীর

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলা চালাল খালিস্তানি জঙ্গি। অভিনেতার কোনও মন্তব্যকে কেন্দ্র করেই এই ‘সতর্কবার্তা’। এখনও পর্যন্ত কপিলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আলিয়ার ভরসা নিয়ে বিশ্বাসঘাতকতা! ৭৬ লক্ষ টাকার জালিয়াতিতে গ্রেফতার প্রাক্তন ব্যক্তিগত সহকারী, কে এই বেদিকা?

৭৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের প্রাক্তন সহকারী বেদিকা প্রকাশ শেট্টিকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল জুহু পুলিশ। তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে।