Connect with us

বিনোদন

ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর কোভিড আক্রান্ত অভিনেতা সোনু সুদ

তবে সব সময়ই তিনি সবার জন্য আছেন, অভয় দিলেন অভিনেতা।

Published

on

Sonu Sood

খবর অনলাইন ডেস্ক: কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত হলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। শনিবার সোশ্যাল মিডিয়ার পোস্টে নিজেই এ কথা জানান অভিনেতা।

করোনাভাইরাস লকডাউনে (Coronavirus lockdown) আটকে পড়া মানুষের ‘ত্রাতা’ হিসেবে পরিচিত সোনু বরাবরই দরিদ্রের সাহায্যে হাত বাড়িয়ে দেন। জানা যায়, ক’দিন আগেই তিনি অমৃতসরে করোনাভাইরাস টিকার প্রথম ডোজটি নিয়েছেন।

Loading videos...

যাইহোক, এই সবের মধ্যেই অভিনেতা একটি বিবৃতিতে জানিয়েছেন, শনিবার সকালে তাঁর করোনাভাইরাস নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। একই সঙ্গে তিনি নিজের সমস্ত ভক্তকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ভাইরাস সংক্রমিত হলেও তিনি সব সময় তাঁদের সমস্যার সমাধানে পাশে থাকবেন।

কোভিড পজিটিভ চিহ্নিত হওয়ার পর সোনু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কোভিড পজিটিভ হলেও তাঁর উদ্যমও সুপার-পজিটিভ। সতর্কতা হিসেবে নিজেকে আলাদা রেখেছেন। নিজের সর্বোচ্চ যত্ন নিচ্ছেন।

তাঁর অভয়বাণী, “তবে চিন্তা করবেন না। আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমাকে কিছুটা সময় দিন। মনে রাখবেন, আমি সবসময় আপনাদের সবার জন্য আছি”।

সোনুর কোভিড আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁর শুভানুধ্যায়ী সোশ্যাল মিডিয়ায় প্রার্থনার ঝড় বইয়ে দিয়েছেন। যত দ্রুত সম্ভব তিনি সুস্থ হয়ে উঠুন, সেটাই চাইছেন প্রত্যেকে।

আরও পড়তে পারেন: ট্রেন হোক বা স্টেশন, মাস্ক না পরলে বড়োসড়ো জরিমানা ঘোষণা রেলের

বিনোদন

‘৩৬ চৌরঙ্গি লেন’-এর সুরস্রষ্টা বনরাজ ভাটিয়া প্রয়াত

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

Published

on

খবরঅনলাইন ডেস্ক: জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি সংগীত পরিচালক ও সুর সংযোজক বনরাজ ভাটিয়া (Vanraj Bhatia) শুক্রবার মুম্বইয়ে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়। গত দু’ মাস ধরে তিনি কার্যত শয্যাশায়ী ছিলেন।

‘৩৬ চৌরঙ্গি লেন’, ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’ প্রভৃতি চলচ্চিত্রের সুরস্রষ্টা বনরাজ ভাটিয়া ইদানীং বেশ অর্থকষ্টে ভুগছিলেন। মুম্বইয়ে নেপিয়ান সি রোডে নিজের অ্যাপার্টমেন্টে পরিচারকের সঙ্গে থাকতেন তিনি।

Loading videos...

বনরাজের শারীরিক অসুস্থতা ও আর্থিক অসুবিধার খবর পেয়ে তাঁর সাহায্যে এগিয়ে এসেছিল প্রবীণ চিত্রনাট্যকার জাভেদ আখতারের ইন্ডিয়ান পারফরমিং রাইট সোসাইটি (আইপিআরএস)। কোভিড ১৯ অতিমারির কারণে তিনি ডাক্তারও দেখাচ্ছিলেন না।

তাঁর মৃত্যুতে চলচ্চিত্র ও সংগীত জগতে শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত-নির্মাতা হনসল মেহতা, লেখক বরুণ গ্রোভার, অভিনেত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি, সংগীত পরিচালক বিশাল ভরদ্বাজ, সংগীতশিল্পী রেখা ভরদ্বাজ প্রমুখ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

বনরাজের সংগীতজীবন

গত শতকের ৫০-এর দশক থেকে সুর সংযোজনার কাজ শুরু করেন বনরাজ ভাটিয়া। তবে ভারতের নিউ ওয়েভ সিনেমায় সুর সৃষ্টি করেই খ্যাতি লাভ করেন তিনি। ভারতে সুরজগতে পশ্চিমি উচ্চাঙ্গ সংগীতের সুর সংযোজনার কৃতিত্বও বনরাজের।

বনরাজ ভাটিয়া ৭০-এরও বেশি ফিল্মে হয় সংগীত পরিচালনা করেছেন আর না ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। ‘৩৬ চৌরঙ্গি লেন’, ‘অঙ্কুর’, ‘নিশান্ত’, ‘মন্থন’ ছাড়া আর যে সব ফিল্মে তিনি সুর সংযোজনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য ‘জুনুন’, ‘কলইয়ুগ’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘মান্ডি’, ‘খামোশ’, ‘চার অধ্যায়’ (হিন্দি) প্রভৃতি।

শুধু বলিউডের চলচ্চিত্রেই নয়, দূরদর্শনের জনপ্রিয় সিরিয়ালগুলিতেও সংগীত পরিচালনা করেছেন বনরাজ। এদের মধ্যে উল্লেখযোগ্য শ্যাম বেনেগাল নির্মিত ৫৩ পর্বের ‘ভারত এক খোঁজ’, ‘খানদান’, ‘ওয়াগলে কি দুনিয়া’ ইত্যাদি।

এ ছাড়াও সংগীতের অন্যান্য ক্ষেত্রেও অবাধ বিচরণ ছিল বনরাজ ভাটিয়ার। তথ্যচিত্র, থিয়েটার, অপেরা ইত্যাদিতে সুর সৃষ্টি করেছিলেন তিনি।       

টিভি ফিল্ম ‘তমস’-এ (১৯৮৮) সুর দিয়ে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন। পরের বছরই পান সংগীত নাটক অকাদেমি পুরস্কার এবং ২০১২-তে পান পদ্মশ্রী। এ ছাড়াও তিনি বহু পুরস্কার পেয়েছেন। তার মধ্যে ‘মন্থন’ (১৯৭৬) এবং ‘ভূমিকা’ (১৯৭৭) ফিল্মে সংগীত পরিচালনার জন্য তিনি পর পর দু’ বছর বিএফজেএ (বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) পুরস্কার পান।

Continue Reading

বিনোদন

জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি সন্ধ্যা রায়

ইতিমধ্যেই বর্ষীয়ান অভিনেত্রীর কোভিড পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়েছে।

Published

on

খবর অনলাইন ডেস্ক: অসুস্থ হয়ে শুক্রবার হাসপাতালে ভরতি হলেন বর্ষীয়ান অভিনেত্রী এবং প্রাক্তন তৃণমূল সাংসদ রায় (Sandhya Roy)।

জানা গিয়েছে, আর এন টেগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী। তাঁর জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। সর্দির কারণে বুকে কফ জমে শ্বাসকষ্ট হতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছে।

Loading videos...

হাসপাতাল সূত্রে খবর, করোনার উপসর্গ থাকায় অভিনেত্রীকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। ইতিমধ্যেই বর্ষীয়ান অভিনেত্রীর কোভিড পরীক্ষা করার জন্য নমুনা পাঠানো হয়েছে। আপাতত উপসর্গ মেনেই শুরু হয়েছে প্রয়োজনীয় চিকিৎসা। কোভিড রিপোর্ট মিললে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, পঞ্চাশের দশক থেকে একের পর এক বাংলা ছবিতে কাজ করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান সন্ধ্যা। গত ২০১৪ সালে তিনি সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে লোকসভা ভোটে প্রার্থী হন তৃণমূলের প্রতীকে। মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সংসদেও পৌঁছে যান। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ বারের লোকসভা ভোটে আর প্রার্থী হননি।

আরও পড়তে পারেন: Bengal Corona Update: গ্রামাঞ্চলেও দাপট বাড়ছে করোনার, মোকাবিলায় বিশেষ পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

Continue Reading

বিনোদন

বিতর্কিত পোস্টের পরে টুইটার থেকে সরিয়ে দেওয়া হল কঙ্গনা রনাউতকে

‘ঘৃণ্য ব্যবহার ও গালিগালাজপূর্ণ আচরণ’ সম্পর্কে টুইটারের যে নীতি আছে, তা বারবার লঙ্ঘন করা হচ্ছে তাঁর অ্যাকাউন্টে।

Published

on

ছবি কঙ্গনার ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

খবরঅনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী হিংসা নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বলিউড অভিনেত্রী (Bollywood Actress) কঙ্গনা রনাউতের (Kangana Ranaut) টুইটার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হল।

মঙ্গলবার এই সামাজিক মাধ্যম সাইটের কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ঘৃণ্য ব্যবহার ও গালিগালাজপূর্ণ আচরণ’ সম্পর্কে টুইটারের যে নীতি আছে, তা বারবার লঙ্ঘন করা হচ্ছে তাঁর অ্যাকাউন্টে।

Loading videos...

এর পরেও অবশ্য দমে যাননি ৩৪ বছরের অভিনেত্রী। টুইটারের বিরুদ্ধে জাতপাত সংক্রান্ত পক্ষপাতের অভিযোগ তুলে তিনি সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, “আমার নিজস্ব কলাজগৎ সিনেমা-সহ আমার কাছে আরও অনেক মঞ্চ আছে, যেখানে আমার আওয়াজ আমি তুলে ধরতে পারি।”

কঙ্গনার যে টুইটটি নিয়ে সম্ভবত টুইটার কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হল সেটি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কঙ্গনার আহ্বান। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘পোষ মানানোর’ জন্য কঙ্গনা সেই টুইটে প্রধানমন্ত্রীকে তাঁর ‘২০০০ সালের গোড়ার’ ‘বিরাট রূপ’ ধরার জন্য অনুরোধ করেছেন।

রবিবার নির্বাচনের ফল বেরোনোর পর থেকে পশ্চিমবঙ্গে যে হিংসা চলছে সে সম্পর্কে সাংবাদিক তথা বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের করা একটি টুইটের প্রতিক্রিয়ায় কঙ্গনা ওই টুইট করেন। নির্বাচন-পরবর্তী ওই হিংসার জন্য তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে।

কঙ্গনা ওই টুইট করতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এই অভিনেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে থাকে, যাঁর টাইমলাইন এ রকম বিদ্বেষপূর্ণ তিক্ত পোস্টে ভরতি।             

টুইটারের এক মুখপাত্র বলেন, “যে সব আচরণে ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তার বিরুদ্ধে যে আমরা কড়া ব্যবস্থা নেব, সে ব্যাপারে আমরা পরিষ্কার। টুইটারের নীতি বিশেষ করে ঘৃণ্য ব্যবহার সংক্রান্ত যে নীতি এবং গালিগালাজপূর্ণ আচরণ সংক্রান্ত যে নীতি আমাদের আছে, তা বার বার লঙ্ঘন করার জন্য উল্লিখিত অ্যাকাউন্ট স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।”

এই মন্তব্য করতে গিয়ে ওই মুখপাত্র মনে করিয়ে দেন, টুইটারের নীতি সকলের ক্ষেত্রে বিচক্ষণতার সঙ্গে এবং পক্ষপাতহীন ভাবে প্রয়োগ করা হয়।

সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ অসংযত পোস্ট করার খ্যাতি রয়েছে কঙ্গনার। তার মধ্যে বেশ কয়েকটিতে প্ররোচনামূলক ব্যবস্থার নেওয়ার কথা বলা হয়।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী হিংসার জন্য কঙ্গনা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন এবং সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “যে সরকারকে ভালোবাসি” তারা ধরনায় বসা ছাড়া কিছুই করছে না।

প্রসঙ্গত উল্লেখ্য, এই কঙ্গনারই বোন রঙ্গোলি চান্ডেল গত বছর একটি টুইট করে কোভিড ছড়ানোর জন্য তবলিঘি জামাতকে দায়ী করে শোরগোল ফেলে দিয়েছিলেন।

আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় উদ্বেগ, রাজ্যপালকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর        

Continue Reading
Advertisement
Advertisement
insurance
শিল্প-বাণিজ্য8 mins ago

জীবন বিমা পলিসি কত রকমের হয়? কেনার সময় নিজের প্রয়োজনীয়তার কথা মাথায় রাখুন

দেশ46 mins ago

কোভিডের মধ্যে অক্সিজেন বণ্টনে নজর রাখতে টাস্কফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট

রাজ্য1 hour ago

Covid Crisis: রাজ্যকে সাহায্য করুক কেন্দ্র, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন অধীররঞ্জন চৌধুরী

দেশ2 hours ago

Covid Crisis: জলে গুলে খেতে হবে, করোনারোধী ওষুধে ছাড়পত্র দিল ডিজিসিআই

Coronavirus Delhi
দেশ2 hours ago

Coronavirus Second Wave: ১২ দিনে ১২ শতাংশ কমল সংক্রমণের হার, স্বস্তি ফিরছে দিল্লিতে

দেশ2 hours ago

Vaccination Drive: শীঘ্রই চতুর্থ কোভিড-টিকা পেয়ে যেতে পারে ভারত

দঃ ২৪ পরগনা3 hours ago

সুন্দরবনের পিঁপড়েখালি সেতু ভেঙে গুরুতর জখম ১

দেশ3 hours ago

শেষ সাত দিনে ১৮০টি জেলায় নতুন করে কোভিড আক্রান্ত নেই, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

রাজ্য3 days ago

কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গণনার দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

sourav ganguly
ক্রিকেট2 days ago

Covid Crisis in IPL: জৈব সুরক্ষা বলয়ে কোনো ফাঁক ছিল বলে মনে করেন না সৌরভ গঙ্গোপাধ্যায়

দেশ2 days ago

Corona Update: দু’তিনটে রাজ্যে সংক্রমণবৃদ্ধির জের, ভারতের দৈনিক সংক্রমণ ভেঙে দিল অতীতের রেকর্ড

রাজ্য2 days ago

Post-Poll Violence: ইন্ডিয়া টুডে-র সাংবাদিকের ছবি পোস্ট করে হিংসায় মৃত হিসেবে বর্ণনা বিজেপির

রাজ্য3 days ago

Bengal Corona Update: দৈনিক সংক্রমণ ১৮ হাজারের গণ্ডি পেরোলেও কমল সংক্রমণের হার, পর পর ৪ দিন সুস্থতার হারে বৃদ্ধি

ক্রিকেট1 day ago

England vs India 2021: ঋদ্ধি, শামি ছাড়াও ইংল্যান্ডগামী টেস্ট দলে ঠাঁই পেলেন বাংলার আরও এক

রাজ্য2 days ago

সুখবর! রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন অ্যাড-হক বোনাস

পরিবেশ3 days ago

২০ বছরে বাংলাদেশের সুন্দরবনে ২৫ বার আগুন, পুড়ে গেছে প্রায় ৮১ একর বনভূমি

ভিডিও

কেনাকাটা

কেনাকাটা2 months ago

বাজেট কম? তা হলে ৮ হাজার টাকার নীচে এই ৫টি স্মার্টফোন দেখতে পারেন

আট হাজার টাকার মধ্যেই দেখে নিতে পারেন দুর্দান্ত কিছু ফিচারের স্মার্টফোনগুলি।

কেনাকাটা3 months ago

সরস্বতী পুজোর পোশাক, ছোটোদের জন্য কালেকশন

খবরঅনলাইন ডেস্ক: সরস্বতী পুজোয় প্রায় সব ছোটো ছেলেমেয়েই হলুদ লাল ও অন্যান্য রঙের শাড়ি, পাঞ্জাবিতে সেজে ওঠে। তাই ছোটোদের জন্য...

কেনাকাটা3 months ago

সরস্বতী পুজো স্পেশাল হলুদ শাড়ির নতুন কালেকশন

খবরঅনলাইন ডেস্ক: সামনেই সরস্বতী পুজো। এই দিন বয়স নির্বিশেষে সবাই হলুদ রঙের পোশাকের প্রতি বেশি আকর্ষিত হয়। তাই হলুদ রঙের...

কেনাকাটা3 months ago

বাসন্তী রঙের পোশাক খুঁজছেন?

খবরঅনলাইন ডেস্ক: সামনেই আসছে সরস্বতী পুজো। সেই দিন হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরার একটা চল রয়েছে অনেকের মধ্যেই। ওই...

কেনাকাটা4 months ago

ঘরদোরের মেকওভার করতে চান? এগুলি খুবই উপযুক্ত

খবরঅনলাইন ডেস্ক: ঘরদোর সব একঘেয়ে লাগছে? মেকওভার করুন সাধ্যের মধ্যে। নাগালের মধ্যে থাকা কয়েকটি আইটেম রইল অ্যামাজন থেকে। প্রতিবেদন লেখার...

কেনাকাটা4 months ago

সিলিকন প্রোডাক্ট রোজের ব্যবহারের জন্য খুবই সুবিধেজনক

খবরঅনলাইন ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এখন সিলিকনের। এগুলির ব্যবহার যেমন সুবিধের তেমনই পরিষ্কার করাও সহজ। তেমনই কয়েকটি কাজের সামগ্রীর খোঁজ...

কেনাকাটা4 months ago

আরও কয়েকটি ব্র্যান্ডেড মেকআপ সামগ্রী ৯৯ টাকার মধ্যে

খবরঅনলাইন ডেস্ক: আজ রইল আরও কয়েকটি ব্র্যান্ডেড মেকআপ সামগ্রী ৯৯ টাকার মধ্যে অ্যামাজন থেকে। প্রতিবেদন লেখার সময় যে দাম ছিল...

কেনাকাটা4 months ago

রান্নাঘরের এই সামগ্রীগুলি কি আপনার সংগ্রহে আছে?

খবরঅনলাইন ডেস্ক: রান্নাঘরে বাসনপত্রের এমন অনেক সুবিধেজনক কালেকশন আছে যেগুলি থাকলে কাজ অনেক সহজ হয়ে যেতে পারে। এমনকি দেখতেও সুন্দর।...

কেনাকাটা4 months ago

৫০% পর্যন্ত ছাড় রয়েছে এই প্যান্ট্রি আইটেমগুলিতে

খবরঅনলাইন ডেস্ক: দৈনন্দিন জীবনের নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে বেশ কিছু এখন পাওয়া যাচ্ছে প্রায় ৫০% বা তার বেশি ছাড়ে। তার মধ্যে...

কেনাকাটা4 months ago

ঘরের জন্য কয়েকটি খুবই প্রয়োজনীয় সামগ্রী

খবরঅনলাইন ডেস্ক: নিত্যদিনের প্রয়োজনীয় ও সুবিধাজনক বেশ কয়েকটি সামগ্রীর খোঁজ রইল অ্যামাজন থেকে। প্রতিবেদনটি লেখার সময় যে দাম ছিল তা-ই...

নজরে