বিনোদন
গভীর কোমায় সৌমিত্র চট্টোপাধ্যায়, হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
গত ৩৮ ঘণ্টায় বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আরও অবনতি!

কলকাতা: রবিবার সকালেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনো উন্নতি হল না।
এ দিন সৌমিত্র-কন্যা পৌলমী বসু বলেন, “এখনই কিছু বলতে পারছি না। অফিসিয়ালি জানানো হোক, তা পর বলব। আমরা হাসপাতালে যাচ্ছি। ডাক্তার ডেকে পাঠিয়েছেন। এখন এর বেশি কিছু বলতে পারছি না, প্লিজ”।
হাসপাতাল সূত্রে খবর, গত ৩৮ ঘণ্টায় বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। তাঁকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও ঠিক মতো সাড়া দিচ্ছেন না তিনি।
হাসপাতালে পৌঁছালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং মন্ত্রী ইন্দ্রনীল সেন। হাসপাতালের সামনে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করেছে পুলিশ। বেলভিউ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সৌমিত্রর সমস্ত অঙ্গকে কৃত্রিম ভাবে সচল রাখার চেষ্টা করা হচ্ছে। যদিও শারীরিক অবস্থার অবনতি ঠেকানো যাচ্ছে না।
গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাবাকে দেখার পর হাসপাতালের বাইরে এসে কান্নায় ভেঙে পড়েন পৌলমী। তিনি বলেন, “বাবা ভালো নেই…এক দম ভালো নেই”।
প্রায় ৪০ দিন হয়ে গেল বেলভিউ ক্লিনিকে ভরতি রয়েছেন প্রবীণ অভিনেতা। হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, তাঁকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চলছে। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পর ৩৮ ঘণ্টায় কেটে গেলেও এখনও কোনো রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
আপডেট এখানে: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, সরকারি ভাবে ঘোষণা হাসপাতালের
বিনোদন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অভিযাত্রিক’, সিনেমার ‘মাস্টার’দের প্রতি শ্রদ্ধাঞ্জলি
এই ছবি সিনেমার ‘মাস্টার’দের প্রতি ছাত্রদের শ্রদ্ধাঞ্জলি, বললেন পরিচালক।

সুচরিতা দে, কলকাতা
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি ‘অভিযাত্রিক’-এর।
পরিচালক শুভ্রজিৎ যে দিন তাঁর ছবি ‘অভিযাত্রিক’ তৈরির কথা ঘোষণা করেছিলেন, সিনেমাপ্রেমী থেকে সমালোচক সকলের দৃষ্টি ছিল এই ছবি। ছবির প্রযোজনার সঙ্গে মধুর ভণ্ডারকরের নাম থাকায় ছবিটি প্রথম থেকেই প্রচারের আলোয় ছিল। ছবি তৈরি হলেও কোভিড মহামারির কারণে রিলিজ পিছিয়ে যায়। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার খবরে আবার আলোচনায় চলে আসে ‘অভিযাত্রিক’।
আলোচনা কারণ এই ছবি তৈরি হয়েছে বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘অপরাজিত’ উপন্যাসের শেষ পর্ব নিয়ে। সত্যজিৎ রায়ের পরিচালনায় যে ছবি কাল্ট হয়ে রয়েছে, ‘অপুর সংসার ‘ যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয় ‘অভিযাত্রিক’। এ বার সেই ছবি চাক্ষুষ করার পর দর্শক ও সিনেমা সমালোচকদের উচ্ছ্বসিত প্রশংসায় খুশি পরিচালক শুভ্রজিৎ থেকে কলাকুশলী সকলেই।

সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় তাঁর সিনেমা জীবন শুরু করেন ‘অপুর সংসার’ দিয়ে । অপু হিসেবে দর্শকদের মনে যে ছবি রয়েছে, সেই ছবিতে অভিনেতা অর্জুন চক্রবর্তীকে দর্শকদের ভালো লেগেছে, এটাই অভিনেতা থেকে পরিচালক সকলকেই উৎসাহ দিয়েছে, নন্দন-এ সাংবাদিক বৈঠকে সে কথাই জানালেন অভিনেতা অর্জুন চক্রবর্তী ও পরিচালক শুভ্রজিৎ মিত্র। এই বৈঠকে অন্যান্য কলাকুশলীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া, সংগীত পরিচালক বিক্রম ঘোষ, প্রযোজক গৌরাঙ্গ জালান ও অন্যান্য কলাকুশলীরা।
‘অভিযাত্রিক’ ছবি বাংলা সিনেমার সাদাকালো সময়ের স্মৃতিকে উসকে দিয়েছে। ছবির প্রতিটি ফ্রেম বলে দেয় ছবি তৈরিতে কতটা যত্ন নেওয়া হয়েছে। ছবি নিয়ে পরিচালক শুভ্রজিৎ জানান – “এই ছবি কোনো ভাবেই ‘অপুর সংসার’ প্রভাবিত নয়। এটি সম্পূর্ণ মৌলিক গল্প। ‘অপরাজিত’ উপন্যাসের শেষ পর্ব নির্ভর। নিজের মতো করেই পরিচালনা করেছি, তবে অপু ট্রিলজি তো সিনেমার বাইবেল , সিনেমা তৈরির ব্যাকরণ। এই সব কাল্ট ছবি দেখেই সিনেমার ছাত্ররা সিনেমা তৈরি শেখেন। এই ছবি ইনসপিরেসন, তাই দর্শকদের এক দমই তুলনা করা ঠিক নয়। মাস্টাররা চিরদিনই মাস্টার আর আমরা ছাত্র, আমাদের তরফ থেকে ‘অভিযাত্রিক ‘ শ্রদ্ধাঞ্জলি”।

এই ছবিটি সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখাতে না পারার আফসোস জানিয়ে শুভ্রজিৎ বলেন, “সৌমিত্র কাকুকে দেখাতে পারলাম না, এটা আমার কাছে আফসোস থেকে যাবে। তবে সব কিছুরই ডেস্টিনি থাকে, কিছু করার নেই। দর্শকদের খুবই পছন্দ হয়েছে ছবি দেখে, এটাই আমার খুব ভালো লাগছে। যে কষ্ট, পরিশ্রম করে ছবি করা, দর্শকদের প্রশংসা পাওয়াটাই সার্থক একজন শিল্পী হিসেবে”।
‘অভিযাত্রিক’-এর চিত্রায়ন, এর আবহ সংগীত, অভিনয় ও পিরিয়ড ছবি তৈরির গবেষণা- সব কিছুতেই যত্ন ও পরিশ্রম চোখে পড়ার মতো। তবে এই ছবি দর্শকদের কাছে মুক্তি পেতে আরও কিছু সময় লাগবে। পরিচালকের কথায়, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর আরও বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা।
ইতিমধ্যে কোভিড পরিস্থিতি কিছুটা সামলে দর্শক আবার হলমুখী হলে বড়ো করেই মুক্তি পাবে ‘অভিযাত্রিক”।
আরও পড়তে পারেন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
বিনোদন
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
তিনি রয়েছেন সকলের মনে…

সুচরিতা দে, কলকাতা
২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিছুদিন আগেই করোনায় আমরা হারিয়েছি বাংলার সংস্কৃতি জগতের উজ্জ্বল তারকা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। যদিও তিনি রয়েছেন সকলের মনে, সেই কারণেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বত্র রয়েছেন তিনি। এই বছরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি “অপুর সংসার ” প্রদর্শনের মাধ্যমেই সূচনা হয়েছে চলচ্চিত্র উৎসব।
সঙ্গে সদ্যপ্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর জীবন ও কর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার তার উদ্বোধন করেছেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতার কন্যা পৌলমী বসু, পুত্র সৌগত চট্টোপাধ্যায় ও পরিচালক সুদেষ্ণা রায়।

তাঁর দীর্ঘ অভিনয় জীবনের নানা মুহূর্তের ছবি দিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। স্থিরচিত্রের পাশাপাশি স্ক্রিনে তাঁর বিভিন্ন অভিনয়ের কোলাজ করা ভিডিও দেখানোর ব্যবস্থাও রয়েছে।
প্রদর্শনী দেখে পৌলমী জানালেন, ‘খুবই সুন্দর, নিখুঁত ভাবে সাজানো হয়েছে। খুব যত্ন নিয়ে কাজটা করা হয়েছে । আমি আমাদের নাটকের কস্টিউম দিয়েছিলাম। আমার দাদা কবিতা সংক্রান্ত পুস্তিকায় লেখা দিয়েছে। আমিও একটা লেখা দিয়েছি। প্রচুর ছবি ছিল আমার কাছে, সেগুলোও দিয়েছি। তবে বেশিরভাগটাই ওঁরা নিজেদের দায়িত্বে সাজিয়েছেন। আমার খুব ভালো লেগেছে।’

প্রদর্শনী দেখে গৌতম ঘোষ জানালেন, ‘এই অতিমারীর সময়ে আমরা বহু দুঃখ বয়ে নিয়ে চলেছি। তার মধ্যে অন্যতম হল সৌমিত্রদার চলে যাওয়া। বাঙালি এখনও সেই শোক মেনে নিতে পারেনি। তাই এ বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওঁকে শ্রদ্ধা জানানোর দায়িত্ব আমাদের সকলের। উনি আমাদের সঙ্গে ছিলেন ও থাকবেন। একটা সময়ে এক সঙ্গে ছবি করেছি আমরা, অনেক স্মৃতি ওঁকে নিয়ে। এ বারের উৎসবকে সৌমিত্রদার জীবনের উদযাপন বলে মনে করুন সকলে। প্রদর্শনীটা সাজানোর জন্য খুব অল্প সময় ছিল, তার মধ্যেই খুব সুন্দর করে কাজ করেছেন ওঁরা। আশাকরি সকলের ভালো লাগবে। আমার ভালো লেগেছে। “
প্রদর্শনীতে যেমন সিনেমার নায়ক, অভিনেতা সৌমিত্রকে দেখানো হয়েছে সেই সঙ্গে মঞ্চাভিনেতা ,কবি ,চিত্রশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক অজানা বিষয়কে প্রদর্শনীতে দেখানো হয়েছে। সব মিলিয়ে সৌমিত্রর জীবনের কোলাজ প্রদর্শিত হয়েছে।
আরও পড়তে পারেন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের আলোয় ফেডরিকো ফেলিনি
ক্রিকেট
মা হলেন অনুষ্কা শর্মা, নতুন সদস্য এল বিরাট কোহলির পরিবারে
জীবনের এই নতুন অধ্যায়টি শুরু করার আগে সবার আশিস চাইলেন বিরাট!

খবর অনলাইন ডেস্ক: সোমবার বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) কোল আলো করে এল কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় এই সুসংবাদটি জানিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)।
টুইটারে বিরাট লেখেন, “অনুষ্কা এবং সন্তান দু’জনেই ভালো রয়েছে”।
তিনি লিখেছেন, “আশীর্বাদ হিসেবে আজ আমরা (বিরুষ্কা) একটি কন্যাসন্তানকে পেয়েছি। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। আমাদের জীবনের এই নতুন অধ্যায়টি শুরু করার আগে আপনাদের আশীর্বাদ চাই”।
গত বছরের আগস্টে বিরুষ্কা জানিয়েছিলেন, তাঁদের পরিবারে নতুন এক সদস্য আসতে চলেছে। টুইটারে লিখেছিলেন, “খুব সম্ভবত জানুয়ারিতেই আমরা তিন জন হতে চলেছি”।

বিরুষ্কার কন্যাসন্তানের জন্ম হতেই ক্রিকেট, অভিনয় জগতের লোকজনের পাশাপাশি অনেকেই তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।
আরও পড়তে পারেন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের আলোয় ফেডরিকো ফেলিনি
-
রাজ্য2 days ago
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে সিপিএমের লাইনেই খেলছেন শুভেন্দু অধিকারী
-
দেশ3 days ago
নবম দফার বৈঠকেও কাটল না জট, ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র
-
প্রযুক্তি3 days ago
হোয়াটসঅ্যাপে এ ভাবে সেটিং করলে আপনার আলাপচারিতা কেউ দেখতে পাবে না এবং তথ্যও থাকবে নিরাপদে
-
ক্রিকেট3 days ago
অভিষেকে লড়াকু নটরাজন, সুন্দর, অস্ট্রেলিয়া ২৭৪