ওয়েবডেস্ক: আলিয়া ভাট তো সেই কবে থেকেই বিয়ের কথা বলে চলেছেন! সম্প্রতি এও জাহির করে বলতে ছাড়েননি- সন্তানের স্বার্থে আর মনের মানুষটিকে সব সময়ে কাছে পাওয়ার জন্যই তিনি বিয়ে করবেন!
“আমি বিয়ে করতে চাই কেবল সন্তানের স্বার্থেই। সবাই ভাবছেন, আমি তিরিশের আগে বিয়ে করব না। কিন্তু আমি বলছি- তার ঢের আগেই বিয়ে করব”, কবুল করেছেন ২৫ বছরের নায়িকা।
এর পর আসা যায় তাঁর আর রণবীরের এক ছাদের তলায় থাকার প্রসঙ্গটায়! “দেখুন, স্বাভাবিক ভাবেই আমি আমার মনের মানুষটির সঙ্গে এক বাড়িতে থাকতে চাই। কিন্তু আর লিভ-ইন করে নয়! এ বার বিয়ে করেই থাকব”, এক গাল হেসে জানিয়েছেন নায়িকা।
এ সবের পরে মুখ খুললেন খোদ রণবীর কাপুর! সম্প্রতি তিনি ফক্স স্টার স্টুডিওর টুইটার হ্যান্ডেল থেকে চ্যাট করতে বসেছিলেন ভক্তদের সঙ্গে, উদ্দেশ্য মুক্তির আগে নতুন ছবি ‘সঞ্জু’-র প্রচারটা সেরে নেওয়া! সেখানেই হঠাৎ করে লিখলেন নায়ক- “উইল ইউ ম্যারি মি?”
বলা বাহুল্য, তা বলিউডে শোরগোল ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট! কেন না বোঝাই যাচ্ছে, অন্য কাউকে উদ্দেশ্য করে এটা লিখবেন না রণবীর। তা হলে এ রকম একটা টুইটের মানেটা কী? নিশ্চয়ই সেটা আলিয়ার উদ্দেশেই লেখা, নয় কি?
আর এর ঠিক পরেই ফের বিয়ের কথায় ফিরে এসেছেন নায়ক। এক ভক্ত যখন জানতে চেয়েছেন যে তিনি কবে বিয়ে করবেন, তার উত্তরে রণবীর লিখেছেন- “আশা করছি তাড়াতাড়িই!”
এ বার শুধু বিয়ের তারিখটা ঘোষণা করলেই ষোলো কলা পূর্ণ হয়!