দীপা মেহেতার ‘ফায়ার’-এ(১৯৯৬) এক সমকামী গৃহবধূর ভূমিকার অভিনয় করেছিলেন শাবানা আজমি। তার ২০ বছর পর ফের এক সমকামী ছবিতে অভিনয় করবেন শাবানা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী এ ছবিতে অবশ্য সরাসরি সমকামীর ভূমিকায় অভিনয় করবেন না শাবানা।
পাকিস্তানি লেখক-পরিচালক-অভিনেত্রী ফাওজিয়া মির্জার এই ছবির নাম, ‘সিগনেচার মুভ’। মার্কিন প্রোডাকশনের এই ছবিটির শুটিং হবে চিকাগোতে। ছবিতে মায়ের ভূমিকায় অভিনয় করছেন শাবানা। যিনি সারাদিন শুধু টিভি সিরিয়াল দেখেন এবং তাঁর মেয়ের যৌন পছন্দ সম্পর্কে খেয়ালই রাখেন না। তাঁর মেয়ে সমকামী। সর্ম্পক রয়েছে এক মেক্সিকান মহিলা কুস্তিগিরের সঙ্গে। গত সপ্তাহে ছবির শুটিং-এর জন্য চিকাগোতে রওনা হয়েছেন শাবানা।
শাবানা আজমি অভিনীত ‘ফায়ার’ ছবি কিছু অংশ
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।