‘রক্ষাবন্ধনে’র প্রোমোশনে কেঁদে ফেলেন অক্ষয়!

0

নতুন ছবি ‘রক্ষাবন্ধনে’র মুক্তি সামনেই। আপাতত, ছবির প্রচারেই ব্যস্ত অক্ষয় কুমার। সম্প্রতি গানের রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার ২’-তে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। আর সেখানেই বোন অলকা ভাটিয়া-র কাছ থেকে আসা অডিও ম্যাসেজ শুনে কেঁদে ফেলেন তিনি।

Akshay 1 1

সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো সুপারস্টার সিঙ্গার ২-তে ‘রক্ষাবন্ধন’ ছবির প্রোমোশনে হাজির হয়েছিলেন অক্ষয়। সেখানে খুদে গায়করা গাইছিলেন রাখি স্পেশ্যাল গান। সেই সময়ই স্ক্রিনে ভেসে ওঠে অক্ষয়ের বোন অলকার ভিডিও বার্তা। ভিডিওতে ফুটে ওঠে অক্ষয় ও তাঁর বোনের ছবির কোলাজ।

বেজে ওঠে অক্ষয়ের বোনের গলা। অভিনেতাকে ‘রাজু’ সম্বোধন করে পঞ্জাবিতে বলেন, ‘কাল একজনের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথায় এল ১১ অগস্ট রাখি। তুমি সবসময় আমার পাশে থেকেছ, তা ভালো হোক বা খারাপ। একজন বাবা হিসেবে, বন্ধু হিসেবে, ভাই হিসেবে তোমাকে পাশে পেয়েছি। সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।’বোনের কাছ থেকে এই বার্তা পেয়ে অবেগেতাড়িত হয়ে পড়েন অক্ষয়ও। অক্ষয় জানালেন, দাদা-বোনের সম্পর্ক খুবই মধুর ও মূল্যবান। ভগবানকে ধন্যবাদ, অলকার মতো বোন পেয়েছেন তিনি।

আরও পড়তে পারেন :

আত্মহত্যা করতে চেয়েছিলেন দীপিকা!

সালোয়ার স্যুটে গর্জিয়াস লুকে ম্রূণাল ঠাকুর

কখনও নোট, কখনও ছবি শেয়ার করে অভিনন্দন কাজলকে

প্রাক্তনের প্রতি আগের মতো টান রয়েছে আমিরের!

সুহানা-অগস্ত্যর এক সঙ্গে ডিনার ডেটে

বিজ্ঞাপন