ওয়েবডেস্ক: আপনি কি রালিয়া নামটার কথা ভাবছেন? বাবা রণবীর কাপুরের র আর মা আলিয়া ভাটের নামের বাকিটুকু যোগ করে মেয়ের নাম রাখা হবে রালিয়া? ঠিক যেমন ভাবে মীরা কাপুর আর শাহিদ কাপুরের মেয়ের নাম রাখা হয়েছিল মিশা?

তা, সে কারণেই কি রালিয়া বললে বার বার তীব্র আপত্তি জানাচ্ছিলেন আলিয়া আর রণবীর? নিজেদের জন্য নামটা ব্যবহার করতে চাইছিলেন না তাঁরা? এ সব প্রশ্ন তোলার আগে কিন্তু আরেকটা মোটেই ছোটো নয়, এমন জিজ্ঞাসা সামনে আসে! আলিয়া কি মা হতে চলেছেন? এবং তিনি জানেনই যে মেয়ে হবে?

 

View this post on Instagram

 

😺

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on

আরও পড়ুন: রণবীর কাপুরকে দেখলে কথা হারান, নিজেই স্বীকার করছেন আলিয়া ভাট!

ব্যাপার হল, সম্প্রতি গলি বয় ছবির প্রচারে এক ডান্স রিয়েলিটি শোয়ে গিয়েছিলেন নায়িকা! সেখানে এক প্রতিদ্বন্দ্বী ভুল করে তাঁর নাম বলে ফেলেছেন আলমা! কী কাণ্ড, না?

তবে নায়িকা কিন্তু রাগ করেননি মোটে! “কী মিষ্টি নামটা! ইশ, এটা কেন আমার নাম নয়! তবে কথা দিচ্ছি, মেয়ে হলে তার নাম আলমাই রাখব”, প্রতিশ্রুতি আলিয়ার! কী বলছেন, তা হলে বিয়েটা কবে হচ্ছে?

 

View this post on Instagram

 

👗

A post shared by Alia 🌸 (@aliaabhatt) on

“এখনও সময় আসেনি যে! আপাতত এক সঙ্গে ছবি দেখি আর ছবি করি- এতেই আমি খুশি”, রণবীরকে নিয়ে প্রতিক্রিয়া নায়িকার!

বিজ্ঞাপন