alia bhatt

ওয়েবডেস্ক: এ রকম প্রবাদ আছে না- বছরের প্রথম দিনে যা হয়, তার রেশ চলতে থাকে সারা বছর জুড়েই?

তা, আলিয়া ভাটের ক্ষেত্রে অন্তত কথাটা সত্যি হয়েছে। বছরের প্রথমটা তিনি তিনি যেমন কাটিয়েছেন রণবীর কাপুরের সঙ্গে, এখন তেমনই তাঁকে দেখা যাচ্ছে রণবীরের পরিবারের সদস্যদের সঙ্গেও ঘুরে বেড়াতে।

আরও পড়ুন: আলিয়ার প্রেমের ব্রহ্মাস্ত্রে কুপোকাত রণবীর, দেখুন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের খাস ঝলক

বলিউডে জোর গুজব, বিয়ের কথা চলছে আলিয়া ভাট আর রণবীর কাপুরের। পয়লা জানুয়ারি তাঁরা অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের জন্য ইজরায়েলে ছিলেন ঠিকই। কিন্তু সে দিন শুটিং হয়নি। বরং, প্রথমে অয়ন আর তাঁর পরিবারের সঙ্গে, পরে আলাদা করে নিভৃত সময় কাটান নায়ক-নায়িকা। আর ইজরায়েল থেকে ফিরেই নায়িকা কাপুর পরিবারের সবার সঙ্গেও একটা অন্তরঙ্গতা তৈরি করে ফেলেন।

alia bhatt

যা কি না সম্প্রতি চোখে পড়ল শাহরুখ খানের দেওয়া পার্টিতে। প্রিয় বন্ধু কাজল আনন্দের জন্য ‘মন্নত’-এ একটা পার্টি দিয়েছিলেন শাহরুখ, প্রায় গোটা বলিউড হাজির ছিল সেখানে। খবর বলছে, সেখানে আলিয়াকে দেখতে পেয়েই ছুটে আসেন রণবীরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনি। তার পর শুরু হয় সেলফি তোলার পালা। সেই পার্টির বাকি সময়টা একসঙ্গেই কাটান আলিয়া আর ঋদ্ধিমা।

alia bhatt and ranbir kapoor

হ্যাঁ, রণবীরও হাজির ছিলেন বইকি পার্টিতে। তবে, তিনি সেলফিতে যোগ দেননি। এখনই সম্পর্কটা রটাতে চাইছেন না বলে।

কিন্তু কথা যে থেমে নেই, ঘুরছে পঞ্চমুখে, তা কি বুঝতে পারছেন না তিনি?

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here