ওয়েবডেস্ক: ছবিগুলো এক বার ভালো করে দেখুন দেখি!
খবর বলছে, রণবীর কাপুর এক রাতে আলিয়া ভাটের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে গিয়ে পড়ে যান মহেশ ভাটের মুখোমুখি। বাকিটা পাপারাজ্জিরা কেমন ক্যামেরাবন্দি করেছেন, ছবিতেই রয়েছে তার প্রমাণ।
এ দিকে মহেশ ভাট বলছেন, “ছবিগুলো দেখে প্রথমে আমার মনে হয়েছিল- আচ্ছা, সারা দেশ এই খবরের জন্য ছটফট করছে বলে তুমি আমার বাড়িতে পাপারাজ্জি নিয়ে এলে? এ বার আপনারা ভাবুন, মেয়ের বাবা বিয়েতে রাজি কি না”, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বর্ষীয়ান পরিচালক।
বেশ মিল আছে না হবু জামাই আর শ্বশুরের কথার ঢঙে? রণবীরও তো এর আগে আলিয়া প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন- “এ নিয়ে আমি কথা বলতে রাজি নই!” দুজনেই যে কথায় ব্যবহার করছেন আলিয়ার নতুন ছবির নাম!
আরও পড়ুন: মাঝ রাতে আলিয়ার বাড়িতে হানা, রণবীর পড়লেন মহেশ ভাটের মুখোমুখি, বাকিটা দেখুন নিজেই!
অবশ্য জামাই হিসাবে রণবীর কেমন, তা না বললেও অভিনেতা রণবীরের ঢালাও প্রশংসা করেছেন ভাট! “কতই বা বয়স ওর- ৩৪ কী ৩৫! এত কম বয়স, তার উপরে কাপুরদের ছেলে হওয়া সত্ত্বেও ওর একটা নিজস্বতা রয়েছে। ঠিক যেটা রয়েছে আলিয়ারও!”
কী বুঝছেন বলুন তো? মেয়ের বাবা বিয়েতে রাজি?