হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেতা অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলঙ্গানা হাই কোর্ট। শুক্রবার আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের শর্তে জামিন মঞ্জুর করে।
এর আগে, নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে অল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেতা অল্লু অর্জুন-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। শুক্রবার সকালে অল্লুকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়।
বিচারপতি জে শ্রীদেবী মামলার শুনানিতে বলেন, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা থাকলেও অভিযুক্তকে সরাসরি দোষী বলা যায় না। যে ধারাগুলির আওতায় মামলা করা হয়েছে, সেগুলির প্রয়োগ যথার্থ নয়। অভিনেতার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয় এবং নাগরিক হিসেবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।
অল্লু অর্জুন ছাড়াও বাকি অভিযুক্তরাও অন্তর্বর্তী জামিন পেয়েছেন। তবে মামলার তদন্ত চলাকালীন তাঁদের আদালতের সমস্ত শর্ত মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এই মামলায় পরবর্তী শুনানিতে তদন্ত রিপোর্ট এবং অন্যান্য নথিপত্র আদালতে পেশ করবে পুলিশ। বিচার চলাকালীন অভিযুক্তদের সমস্ত তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন