নিজস্ব প্রতিনিধি : শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘কণ্ঠ’ ছবির গান প্রকাশিত হল সোশ্যাল মিডিয়ায়। প্রকাশের সঙ্গে সঙ্গে গানটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
‘আলোতে আলোতে ঢাকা’ গানটির কথা, সুর এবং কণ্ঠ অনুপম রায়ের। গানটি নিয়ে নিজের অনুভূতির কথা খবর অনলাইনের সঙ্গে ভাগ করে নিলেন শিল্পী।
তিনি জানিয়েছেন, ‘‘ ক্যানসার স্পর্শ করেনি এমন বাড়ি নেই বললেই চলে। কিন্তু এই নিয়ে গান লেখার সুযোগ প্রথমবার আমায় ‘কণ্ঠ’ দিয়েছে।’’
তিনি আরও বলে,‘‘আমার উন্নত এবং পরিণত লেখনীর ছাপ রয়েছে কণ্ঠের এই গানে। এটা এমন একটা গান যা মানুষকে যে কোনো রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আশার কথা বলে, লড়াইয়ের কথা বলে। দেখায় এমন একটা স্বপ্ন যা আলোতে আলোতে ঢাকা।’’
শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম এবং জয়া আহসান অভিনীত ক্যান্সার সচেতনতা নিয়ে এই ছবি জীবনের অন্য এক লড়াইয়ের কথা বলবে। ‘কণ্ঠ’ ছবিটি দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তার আগে দেখে নিন ছবির গান ‘আলোতে আলোতে ঢাকা’। হয়তো আপনার ভেঙে পড়া মন আবার লড়াইয়ে ওষুধ পেয়ে যাবে।
কারো কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় তবে কেমন হবে? কী বলছেন অভিনেতারা আসুন শুনেনি।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।