Homeবিনোদন৪ঘণ্টায় ২৫ লক্ষ, সইফের মতো সাধারণ পলিসিধারীদের ক্ষেত্রে দ্রুত ক্যাশলেস বিমার অনুমোদন...

৪ঘণ্টায় ২৫ লক্ষ, সইফের মতো সাধারণ পলিসিধারীদের ক্ষেত্রে দ্রুত ক্যাশলেস বিমার অনুমোদন চেয়ে আইআরডিএআই-কে চিঠি

প্রকাশিত

সেলিব্রিটি ও সাধারণ পলিসিধারীদের মধ্যে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে ১৪,০০০ সদস্য বিশিষ্ট অ্যাসোসিয়েশন অফ মেডিক্যাল কনসালট্যান্টস (AMC)। সম্প্রতি অভিনেতা সইফ আলি খানের জন্য মাত্র চার ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার অনুমোদন মেলার ঘটনায় ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)-র কাছে অভিযোগ জানিয়েছে AMC।

AMC-র অভিযোগ

AMC-র মতে, সেলিব্রিটি এবং কর্পোরেট পলিসিধারীরা সাধারণ পলিসিধারীদের তুলনায় বেশি সুবিধা পান। AMC-র একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সইফ আলি খানের মতো সেলিব্রিটিরা দ্রুত ও উচ্চ সীমার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পান, অথচ সাধারণ মানুষকে স্বল্প পরিমাণ সুরাহার জন্য লড়াই করতে হয়।”

একজন প্রবীণ শল্যচিকিৎসক বলেন, “চার ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকার অনুমোদন সাধারণত দেখা যায় না। অধিকাংশ ক্ষেত্রে প্রথমে ৫০ হাজার টাকা অনুমোদিত হয়। সাধারণ রোগীদের ক্ষেত্রে অনুমোদনের প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, বিশেষত মেডিকো-লিগ্যাল কেসে।”

AMC-র দাবি

AMC-এর মেডিকো-লিগ্যাল সেলের প্রধান ডঃ সুধীর নাইক বলেন, “আমরা কর্পোরেট হাসপাতাল বা সেলিব্রিটিদের বিরুদ্ধে নই। আমরা সাধারণ রোগীদের জন্য একই ধরনের সুবিধা চাই। সমস্ত পলিসিধারীদের সমান অধিকার থাকা উচিত।”

AMC আরও জানায়, এই ঘটনার মাধ্যমে স্বাস্থ্যবিমার অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব স্পষ্ট হয়েছে। তাঁরা দাবি করেছেন, IRDAI যেন এই ঘটনা তদন্ত করে এবং সমস্ত পলিসিধারীর জন্য ন্যায্য সিস্টেম তৈরি করে।

নার্সিংহোম মালিকদের সমস্যার কথা

AMC-র বেশ কিছু সদস্য, যাঁরা নার্সিংহোম পরিচালনা করেন, জানান যে তাঁরা ক্যাশলেস পরিষেবা দিতে সক্ষম নন অথবা দিতে বাধ্য হলেও খুবই কম খরচে পরিষেবা দিতে হয়। AMC-র এক সদস্য বলেন, “কর্পোরেট হাসপাতালে যে পদ্ধতির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়, নার্সিংহোমে সেই একই পদ্ধতির খরচ বীমা সংস্থা অস্বীকার করে। এর ফলে সাধারণ রোগীদের জন্য নার্সিংহোমের সাশ্রয়ী বিকল্প বন্ধ হতে বসেছে।”

AMC-র আবেদন

AMC স্পষ্ট করেছে যে স্বাস্থ্যবিমার লক্ষ্য সুরক্ষা দেওয়া, বৈষম্য তৈরি করা নয়। সেলিব্রিটি এবং সাধারণ পলিসিধারীদের মধ্যে বৈষম্য একটি দুই-স্তরীয় ব্যবস্থা তৈরি করছে, যা সাধারণ মানুষের অধিকারকে খর্ব করছে।

সাম্প্রতিকতম

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা

আজ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল থেকে আবহাওয়া উন্নতি হবে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তবে আপাতত তীব্র গরমের আশঙ্কা নেই।

বিচারপতির বাসভবনে নগদ অর্থ, প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল সুপ্রিম কোর্ট, তদন্ত কমিটি গঠন

দিল্লি হাই কোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে উদ্ধার হওয়া নগদ অর্থ নিয়ে সুপ্রিম কোর্ট তদন্ত কমিটি গঠন করেছে। বিচারপতির বদলির সুপারিশের পাশাপাশি, তাকে আপাতত বিচারিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

চেন্নাইয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এআর রহমান, হতে পারে অ্যাঞ্জিওগ্রাম

বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন এআর রহমান। হতে পারে অ্যাঞ্জিওগ্রাম, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কিংবদন্তি সুরকার।

নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের ‘মিটু’ অভিযোগ খারিজ মুম্বই আদালতে

নানা পাটেকরের বিরুদ্ধে করা অভিনেত্রী তনুশ্রী দত্তের মিটু (#MeToo) অভিযোগ গ্রহণ করল না মুম্বইয়ের...

অস্কার ২০২৫: সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতল ‘অ্যানোরা’, দেখুন বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

৩ মার্চ (স্থানীয় সময়) লস অ্যাঞ্জেলেসের হলিউডে অনুষ্ঠিত হয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অ্যাড্রিয়ান ব্রোডি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে