ফের একবার অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এক ফ্রেমে! এই ঘটনা অনেকবার ঘটেছে তবে এ বার অমিতাভ নিজেই দু’জনের ছবি একসঙ্গে পোস্ট করলেন।
‘ডন থ্রি’ নিয়ে পর্দায় ফিরছেন অমিতাভ-শাহরুখ! অমিতাভ ইনস্টাগ্রামে শাহরুখের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেই লিখলেন, ‘এবং একই গতিতে, বহমান – ডন।’ তাতে দেখা যাচ্ছে ‘ডন’ ছবির মূল পোস্টারে কিং খানকে অটোগ্রাফ দিচ্ছেন বিগ বি। এর পর থেকেই দুই অভিনেতাকে এক সঙ্গে দেখে আবেগে ভাসছে নেটিজেনরা।
অনেকেই ভাবছেন এ বার একসঙ্গে ‘ডন-৩’। আবার কেউ কেউ প্রশ্নই করে বসলেন, এটা কি কোনও ইঙ্গিত? আপনারা সত্যিই একসঙ্গে কাজ করতে চলেছেন? এ বার কি একসঙ্গে পর্দায় দেখা যাবে বিগ বি ও কিং খানকে? উত্তরের অপেক্ষায় এখন দুই মহাতারকার ভক্তরা।
আরও পড়তে পারেন :
ফাদার্স ডে: বলিউডের পর্দায় ‘রাজত্ব’ এই সব বাবা-ছেলে জুটির
দর্শকের নিশানায় টিভি তারকারা, হুমকির কারণ জানুন
লগান-এর ২১ বছর, টিমের সঙ্গে উদ্যাপন আমির খানের
বিয়ের পর কেমন কাটছে ছেলে-বউমার দাম্পত্য জীবন? রণবীর-আলিয়াকে নিয়ে মুখ খুললেন নীতু কপূর
একেবারেই বদলে গেলেন জাহ্নবী কপূর!
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।