Homeবিনোদনচিরঞ্জীবীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অমিতাভ বচ্চন, আবেগে ভাসলেন দুই...

চিরঞ্জীবীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অমিতাভ বচ্চন, আবেগে ভাসলেন দুই তারকাই

প্রকাশিত

চলতি মাসেই ৮২ বছরে পা দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তবে এখনও তিনি কাজের মধ্য়েই রয়েছেন। সোমবার হায়দরাবাদে অক্ষয়েনী নাগেশ্বর রাও-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এএনআর ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবীকে সম্মানিত করলেন অমিতাভ বচ্চন। পুরস্কার প্রদানের আগে চিরঞ্জীবীর প্রশংসায় বক্তব্য রাখেন অমিতাভ। এই সম্মানজনক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য নাগার্জুন এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন।

অমিতাভ বলেন, “আমার প্রিয় বন্ধু এবং সহকর্মী চিরঞ্জীবীকে সম্মান জানানোর জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে। এর জন্য আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যখনই আমি তাকে ডাক দিই, সে সবসময় পাশে থাকে। চিরঞ্জীবী ও নাগকে ধন্যবাদ, আমাকে তোমাদের ছবিতে অংশ দেওয়ার জন্য। আমাকে তেলুগু চলচ্চিত্র শিল্পের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ ভৈজয়ন্তী ফিল্মস ও নাগ অশ্বিনকে। এখন আমি গর্বিতভাবে বলতে পারি যে আমিও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য।”

এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে চিরঞ্জীবীর মায়ের আশীর্বাদ নিতে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

অমিতাভ আরও বলেন, “ধন্যবাদ চিরঞ্জীবী, তোমার বন্ধুত্ব, ভালোবাসা, আতিথেয়তা এবং বিনয় আমাকে মুগ্ধ করেছে। তুমি আজ এত খাবার পাঠিয়েছ যে আমি পুরো হোটেলকেই খাইয়ে দিতে পারতাম। আমাকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে মনে করো। ধন্যবাদ।”

পুরস্কার গ্রহণের সময় চিরঞ্জীবী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অমিতাভের পায়ে হাত দিয়ে তার আশীর্বাদ নেন। এই মুহূর্তটি উপস্থিত সকলকে আবেগে আপ্লুত করে।

কাজের ক্ষেত্রে, সম্প্রতি প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি চলচ্চিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। ছবিটি ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে এবং ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে।

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

‘মন্নত’-এ বেআইনি সংস্কারের অভিযোগ, প্রশাসনিক হানায় বিপাকে শাহরুখ খান!

বেআইনি সংস্কারের অভিযোগে শাহরুখ খানের বাংলো ‘মন্নত’-এ হানা দিল বন দফতর ও BMC। অভিযোগ অস্বীকার করল অভিনেতার পক্ষ। চলছে তদন্ত।

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ে মৃত্যু, বয়স হয়েছিল ৭৫

প্রয়াত পরিচালক পার্থ ঘোষ। মুম্বইয়ের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। 'অগ্নিসাক্ষী', 'গুলাম এ মুস্তাফা'র মতো ছবির পরিচালক ছিলেন তিনি।

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে