চলতি মাসেই ৮২ বছরে পা দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তবে এখনও তিনি কাজের মধ্য়েই রয়েছেন। সোমবার হায়দরাবাদে অক্ষয়েনী নাগেশ্বর রাও-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এএনআর ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবীকে সম্মানিত করলেন অমিতাভ বচ্চন। পুরস্কার প্রদানের আগে চিরঞ্জীবীর প্রশংসায় বক্তব্য রাখেন অমিতাভ। এই সম্মানজনক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য নাগার্জুন এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন।
অমিতাভ বলেন, “আমার প্রিয় বন্ধু এবং সহকর্মী চিরঞ্জীবীকে সম্মান জানানোর জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে। এর জন্য আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যখনই আমি তাকে ডাক দিই, সে সবসময় পাশে থাকে। চিরঞ্জীবী ও নাগকে ধন্যবাদ, আমাকে তোমাদের ছবিতে অংশ দেওয়ার জন্য। আমাকে তেলুগু চলচ্চিত্র শিল্পের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ ভৈজয়ন্তী ফিল্মস ও নাগ অশ্বিনকে। এখন আমি গর্বিতভাবে বলতে পারি যে আমিও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য।”
এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে চিরঞ্জীবীর মায়ের আশীর্বাদ নিতে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
অমিতাভ আরও বলেন, “ধন্যবাদ চিরঞ্জীবী, তোমার বন্ধুত্ব, ভালোবাসা, আতিথেয়তা এবং বিনয় আমাকে মুগ্ধ করেছে। তুমি আজ এত খাবার পাঠিয়েছ যে আমি পুরো হোটেলকেই খাইয়ে দিতে পারতাম। আমাকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে মনে করো। ধন্যবাদ।”
পুরস্কার গ্রহণের সময় চিরঞ্জীবী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অমিতাভের পায়ে হাত দিয়ে তার আশীর্বাদ নেন। এই মুহূর্তটি উপস্থিত সকলকে আবেগে আপ্লুত করে।
কাজের ক্ষেত্রে, সম্প্রতি প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি চলচ্চিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। ছবিটি ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে এবং ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে।