Sunny Leone
সানি লিওন। ছবি: নিউজএক্স থেকে

ওয়েবডেস্ক: বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন পর্নতারকা সানি লিওন শুধু মাত্র সিলভার স্ক্রিনেই লক্ষ দর্শকের হৃদয় জিতে নিয়েছেন তা নয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনুগামীর সংখ্যা নেহাত প্রথম সারির কোনো সেলেব্রিটির থেকে থুব একটা কম নয়। জীবনের অসংখ্য অদেখা মুহূর্তের ছবি-ভিডিও তিনি নিয়মিত পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। কখনো সে সব ছবিতে থাকে নতুন কোনো তথ্যের হদিশ আবার কখনো থাকে নির্ভেজাল জীবনবোধের বার্তা।

https://www.instagram.com/p/Bl20gwlHuzN/?utm_source=ig_web_copy_link

তবে মাঝে মধ্যে তাঁর এমন কিছু ছবি দেখে সাধারণের মনে প্রশ্ন জাগে এমন গুরুগম্ভীর ভাব প্রকাশের অর্থ কী?

https://www.instagram.com/p/Blf086hH93W/?utm_source=ig_web_copy_link

আমরা তো তাঁকে বরাবর হাসতে বা উচ্ছ্বাস প্রকাশ করতে দেখাতেই অভ্যস্ত। তাই বলে এতটাই সিরিয়াস! তবে এটাও তো জীবনেরই অঙ্গ!

সানির পোস্ট করা এমন কিছু ছবি ইনস্টাগ্রামে প্রায়শই দেখা যায়, যেখানে মেক-আপের লেশ মাত্র থাকে না। এমনকী, ন্যূনতম চুল বাঁধার প্রয়োজনও পড়ে না নায়িকার।

সম্প্রতি সানির জীবনী-নির্ভর ওয়েব সিরিজ ‘করণজিৎ কউর- দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাঁর গ্ল্যামার জীবনের লম্বা পথচলা এবং সেই চলার পথে উঠে আসা সমালোচনা বেশ নিখুঁত ভাবেই ধরা পড়েছে ওই ওয়েব সিরিজে। হালফিলের ওয়েব সিরিজের দুনিয়াতেও সানি যে মোটেই আর পাঁচজনের থেকে পিছিয়ে নেই, তা ওই জনপ্রিয়তাতেই প্রমাণ হল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here