ওয়েবডেস্ক: বলিউড বলে, ভাই আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের প্রেমটা না কি কিছুতেই দেখতে পারেন না সলমন খান! অর্জুনকে তো তিনি অনেক বছরই হয়ে গেল ঢুকতে দেন না নিজের বাড়িতে, এখন খবর বলছে, তাঁর বাবা বনি কাপুরকেও না কি নিজের বাড়িতে আর ঢুকতে দিচ্ছেন না সলমন! ও দিকে, বলিউডে সলমনের প্রভাবটাও তো বড়ো কম নয়, ফলে অর্জুনের কাজ বন্ধ হয়ে যাওয়ারও একটা আশঙ্কা রয়েছেই!
আরও পড়ুন: দায়িত্ব কাকার ঘাড়ে, পাকা কথা সেরেই মালাইকা-অর্জুনের বিয়ের তারিখ জানাবেন অনিল
সেই জায়গা থেকেই কি মালাইকার সঙ্গে ডেটে যাওয়ার সময়ে লুক বদলে ফেললেন অর্জুন? যাতে এক ঝলক দেখে খানদান তাঁকে চিনতে না পারে?
বলিউড বলছে, এ উদ্দেশ্য আপাতত সিদ্ধ নিশ্চয়ই হচ্ছে অর্জুনের, তবে এ ভোল বদল আশুতোষ গোয়াড়িকরের পানিপথ ছবির জন্য। দেখুন না, মালাইকা আর তাঁর বন্ধু করিশ্মা কাপুর আর বোন অমৃতা অরোরার সঙ্গে কেমন উপভোগ করছেন তিনি নৈশভোজ!