sonamkapoor
সোনাম কাপুর

ওয়েবডেস্ক: আনন্দ আহুজা স্ত্রী সোনম কাপুরের একটি নাচের ভিডিও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। আনন্দ-সোনম এখন দিল্লিতে। সেখানেই একটি ক্লাবে রেট্রো সং-এর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচলেন সোনম। সেই ভিডিওই শেয়ার করেছেন আনন্দ। ভিডিওতে দেখা যাচ্ছে সোনমের পরনে রয়েছে একটি সাদা আলগা শার্ট, কালো ট্রাউজার। সোনমের উলটো দিকে নাচছেন ডিজাইনার নিমিশ শাহ। উল্লেখ্য, এর পর সোনম কাপুরকে দেখা যাবে ‘দ্য জোয়া ফ্যাকটর’ ছবিতে। তাঁর বিপরীতে রয়েছন দুলকার সলমন।

দেখুন নাচের সেই ভিডিও —-

আরও পড়ুন – কঙ্গনা-আলিয়া যুদ্ধ, এ বার কামান দাগলেন সোনি রাজদান, পালটা তোপ রঙ্গোলির

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here