বিদেশে মুক্তির অপেক্ষায় ‘অপরাজিত’

0

শুক্রবার ইংল্যান্ডে মুক্তি পেতে চলেছে অনিক দত্তের ‘অপরাজিত’। ইংল্যান্ডের ৯টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবিটি।

Aparajita 6

অজস্র বাধা অতিক্রম করে চলতি বছর ১৩ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে অনিক দত্ত পরিচালিত ‘অপরাজিত’।

Aparajita 4

প্রায় দেড় মাস ধরে বাঙালির কাছে পৌঁছে গিয়েছে নতুন অপরাজিত। অনেকেই সত্যজিৎ রায়ের অপরাজিত এর সঙ্গে তুলনাও টেনেছেন।

সূত্রের খবর, ইংল্যান্ডের কিছু শহরের সঙ্গে অস্ট্রেলিয়ার সাতটি শহরে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Aparajita 5

প্রবাসী বাঙ্গালীদের কাছেও এই ছবি সমাদৃত হবে বলে আশা প্রকাশ করছেন পরিচালক অনিক দত্ত।

Aparajita 3 2

অপরাজিত রায়ের চরিত্রে জিতু কমলকে বেছে নেওয়া যে সঠিক সিদ্ধান্ত ছিল তা বলার অপেক্ষা রাখে না। প্রস্থেটিক মেকআপে জিতু হয়ে উঠেছেন সত্যজিৎ রায়।

Aparajita 7

দেশের মতো বিদেশের মাটিতে নতুন ‘অপরাজিত’কতটা সফল, তা দেখতে অপেক্ষা করতে হবে শুক্রবার পর্যন্ত।

আরও পড়তে পারেন :

মা হওয়ার প্রসঙ্গে খোলামেলা বলিউডের ড্রামা কুইন

স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট মন্দিরা বেদীর

উলের জালে শরীর ঢাকলেন উরফি!

মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি? জানুন

সারার লুকে ঘায়েল নেটিজেনরা

বিজ্ঞাপন