ওয়েবডেস্ক: হক কথা, টলিউডের জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা এখন রাজ্যে নেই! খবর মোতাবেকে, তিনি এখন রয়েছেন ভিন রাজ্যে এক শোয়ের স্বার্থে!
আর সেই শো করতে যাওয়ার প্রসঙ্গেই নায়কের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট স্তম্ভিত করে দিল ইন্ডাস্ট্রিতে। সেই পোস্টের ছবিতে অঙ্কুশকে দেখা যাচ্ছে এক নৌকোয় বসে থাকতে। দেখে মনে হচ্ছে, পথশ্রমে যেন কিছুটা বিধ্বস্ত হয়ে রয়েছেন তিনি!
আরও পড়ুন: চলছে বাড়ি সারাইয়ের কাজ, ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের পরিকল্পনা খোলাখুলি জানিয়ে দিলেন অঙ্কুশ!
এবং সে অনুমান যে সঠিক, নায়কের পোস্টের বিবৃতিই তা বলছে!
“দর্শক আমাদের দেখার জন্য আসেন কাছের প্রেক্ষাগৃহে। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করার জন্য আমরা যাই প্রত্যন্ত সব অঞ্চলে। ৫ ঘণ্টার নদীপথ হোক বা ঘন জঙ্গল বা ভাঙাচোরা রাস্তা- তা অতিক্রম করে! শুধু তফাত এই- দর্শকরা আমআদের সঙ্গে দেখা করার জন্য টাকা দেন আর আমরা তাঁদের সঙ্গে দেখা করার সময়ে টাকা নিই! সন্দেহ কী, সেই জন্যেই তাঁরা আমাদের ভগবান! আর ভগবানের সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ে এটুকু পথ তো পেরনোই যায়”, লিখেছেন নায়ক!
সুন্দর ভাবনা, সন্দেহ নেই! কিন্তু টলিউডের নিন্দুকদের দাবি- এ সবই বিয়ের আগে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে নেওয়ার ঝক্কি! আপনার কী মনে হয় বলুন তো?
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।