সোশ্যাল মিডিয়ায় দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বলে ঘোষণা অনুপম খেরের, কটাক্ষ নেটিজেনদের

0

অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দায়ে সম্পন্ন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। আগামী বৃহস্পতিবার ফল ঘোষণা। সেইদিন জানা যাবে, রাইসিনা হিলসের দখল থাকবে কার। ২৫ জুলাই অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। এই পরিস্থিতিতে অভিনেতা অনুপম খের এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় টুইট করেছেন। তাঁকেই সমর্থন জানিয়েছেন অভিনেতা।

অনুপম খের টুইট করে লিখেছেন, “আমি ভারতের নাগরিক। দ্রৌপদী মুর্মু জিকে ভারতের রাষ্ট্রপতি হিসাবে ঘোষণা করছি। জয় হিন্দ!” অনুপম খেরের এই টুইটে নেটিজেনদের মধ্যে প্রভাব ফেলেছে। তাঁরা তাঁদের মতামত লিখেছে। একজন লিখেছেন, ‘স্যার, রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আপনি বিশেষ কেউ নন যে কাউকে রাষ্ট্রপতি ঘোষণা করেন। হয় আপনি নিরক্ষর নাকি গণতন্ত্রে বিশ্বাস করেন না?’ আশিস উরমালিয়া নামে একজন লিখেছেন, ‘এটা আপনার আগেই লেখা উচিত ছিল। কিন্তু কোথাও নিশ্চয়ই মনের মধ্যে একটা দ্বিধা ছিল যা এখন পরিষ্কার হয়েছে।
আশিস নামের এক ব্যবহারকারী লিখেছেন, ‘মাননীয় অনুপমজি শিশুসুলভ কাজ করবেন না। রাষ্ট্রপতি নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’ পবন বাঘেল নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের একটি প্রক্রিয়া আছে, যার অধীনে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। অনুভূতির বাইরে কোনো বক্তব্য দেবেন না। দেশের মানুষকে কী বার্তা দিতে চান?

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি যদি একদিন আগে এই ঘোষণা দিতেন, তাহলে অন্তত নির্বাচন হতো না এবং অর্থ সাশ্রয় হতো।’ পুষ্পেন্দ্র সিং চৌহান নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনি কে রাষ্ট্রপতি ঘোষণা করার?’ ইউসুফ খান নামের ওই ব্যবহারকারী লিখেছেন, ‘আঙ্কেল, এটা আপনার আগেই বলা উচিত ছিল, নির্বাচন হওয়ার দরকার নেই। এটি অনেক সাংসদ এবং বিধায়কদের সময় এবং অর্থ বাঁচাতে পারত।

আরও পড়তে পারেন :

পোশাক নিয়ে অস্বস্তিতে শ্রীদেবী কন্যা, মেজাজ হারালেন জাহ্নবী

কিশোর কুমারকে গান গাওয়ানোর জন্য বিআর চোপড়াকে নাচতে হয়েছিল

কালো পাঞ্জাবির মধ্যে দিয়ে উঁকি দিচ্ছে অন্তর্বাস, স্বস্তিকা বললেন, পুরুষদের পৃথিবী বলে কিছুই হয় না

কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে কেমন ছিল রেখার সম্পর্ক

একগুঁয়ে স্বভাবের জন্য হোস্টেল যেতে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.