বুকের ব্যথা অনুভব করার পর রবিবার সকালে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত সংগীত পরিচালক এআর রহমান। সূত্রের খবর, সকাল ৭.৩০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রহমানের ইসিজি (ECG) ও ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, এবং সম্ভাব্য অ্যাঞ্জিওগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
২০২৪ সালের নভেম্বর মাসে এআর রহমান ও তাঁর প্রাক্তন স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা করেন। সায়রা জানান, তাঁর শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তিনি এখনও রহমানকে সব ধরনের সমর্থন জানাবেন। তাঁদের তিন সন্তান— রাহিমা, খতিজা ও আমিন।
এআর রহমানের হাত ধরে চলতি বছর মুক্তি পেয়েছে দুটি ছবি— তামিল চলচ্চিত্র ‘কাধলিকা নেরামিল্লাই’ এবং ‘ছাভা’। এছাড়া আরও বেশ কিছু বহুভাষিক প্রকল্পের কাজ চলছে তাঁর তত্ত্বাবধানে।
বিশেষত, মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ ছবির সংগীত পরিচালনা করছেন তিনি, যেখানে অভিনয় করছেন কমল হাসান। ছবিটি আগামী ১০ জুন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, রহমানের আসন্ন প্রকল্পগুলির তালিকায় রয়েছে— ‘লাহোর ১৯৪৭’, ‘তেরে ইশ্ক মে’, ‘রামায়ণ’ সিরিজ, রাম চরণের ‘RC 16’ এবং ‘গান্ধী টকস’।
রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। সংগীতপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা জানাচ্ছেন, যাতে কিংবদন্তি এই সুরকার শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।