ডিরেক্টর্স গিল্ড অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে পরিচালক অরিন্দম শীলকে। যৌন হেনস্তার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মেল মারফত পরিচালকের সদস্যপদ সাসপেনশনের নোটিস পাঠানো হয়েছে। পরিচালক অরিন্দম শীলের সদস্যপদ সংখ্যা ১৯৩, এবং নোটিসে উল্লেখ করা হয়েছে যে, পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যা অত্যন্ত উদ্বেগজনক। তাই পরিচালকের সদস্যপদ স্থগিত রাখা হয়েছে যতক্ষণ না পর্যন্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।
অন্যদিকে, পরিচালক অরিন্দম শীল তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করেছেন। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, ঘটনাটি ঘটে তার সিনেমা ‘একটি খুনির সন্ধানে’ সেটে। তিনি জানান, অভিনেত্রী মধুরিমা বসাক ও সাহেবকে একটি ঘনিষ্ঠ দৃশ্যের ব্যাখ্যা দিতে গিয়ে একটি দুর্ঘটনাবশত মুহূর্তে তার মুখ মধুরিমার গালে লেগে যায়, যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল। শুটিং শেষ হওয়ার পরই বিষয়টি সামনে আসে।
অরিন্দম শীল আরও জানান, অভিযোগের বিষয়ে তিনি মহিলা কমিশনে গিয়েছিলেন এবং লিখিত ভাবে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। তবে মধুরিমা তা গ্রহণ করতে রাজি ছিলেন না। পরিচালকের দাবি, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।