বিনোদন
পিঠোপিঠি প্রত্যাবর্তন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত ধরে মার্চ-এপ্রিলে পর্দায় ফিরছেন উত্তম কুমার-ঋতুপর্ণ ঘোষ
ওয়েবডেস্ক: ভেবে দেখলে, বাস্তব জীবনেও কিন্তু বাংলা ছবির এই দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! উত্তম কুমারকে তো বরাবর বাবা বিশ্বজিতের সঙ্গে পরিচয়ের সূত্রে জেঠু বলে ডেকে এসেছেন তিনি! অন্য দিকে, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কের কথাই বা টলিউডে অজানা কোথায়! এ বার ব্যাপার হল, প্রিয় এই দুই মানুষকে ঠিক পিঠোপিঠি বাংলা […]

ওয়েবডেস্ক: ভেবে দেখলে, বাস্তব জীবনেও কিন্তু বাংলা ছবির এই দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! উত্তম কুমারকে তো বরাবর বাবা বিশ্বজিতের সঙ্গে পরিচয়ের সূত্রে জেঠু বলে ডেকে এসেছেন তিনি! অন্য দিকে, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্কের কথাই বা টলিউডে অজানা কোথায়!
এ বার ব্যাপার হল, প্রিয় এই দুই মানুষকে ঠিক পিঠোপিঠি বাংলা প্রেক্ষাগৃহের পর্দায় ফিরিয়ে আনছেন নায়ক! খবর বলছে, নিজের প্রযোজনা সংস্থার ছবি মহালয়া এবং অভিনীত ছবি জ্যেষ্ঠপুত্র আপাতত রয়েছে মুক্তির অপেক্ষায়!
Thanks team #Jesthoputro for all your love and support..finally we wrapped the shoot at Talsari..Cheers @KGunedited @SurinderFilms @nideascreations @SudiptaaC @GargiBolchhi #RitwickChakraborty pic.twitter.com/w2AxVW0q4j
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 19, 2019
আরও পড়ুন: গলায় রুদ্রাক্ষের মালা প্রসেনজিতের আর তার পরেই শুটিংয়ে হস্তক্ষেপ দৈবের? এ কী বলছেন কৌশিক!
উত্তম কুমার বনাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর দ্বৈরথ নিয়ে সৌমিক সেন পরিচালিত মহালয়া ছবির ট্রেলার প্রায় সদ্যই মুক্তি পেয়েছে বলা যায়! যে ছবিতে উত্তম কুমাঈরের জুতোয় পা রেখেছেন যিশু ইউ সেনগুপ্ত! খবর বলছে, মার্চ মাসের প্রথম দিনেই ছবিটা মুক্তি পাবে!
পাশাপাশি, ঋতুপর্ণ ঘোষের অন্য নায়ক ছবির ভাবনা নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় জ্যেষ্ঠপুত্র নামে যে ছবিতে হাত দিয়েছিলেন, তা তোলা হয়ে গিয়েছে! আপাতত চলছে এডিটিং আর শুটিং শেষের কিছু খুচরো কাজ! শোনা যাচ্ছে, ছবিতে না কি প্রসেনজিৎই ধরা দিয়েছেন ঋতুপর্ণর চরিত্রে! সব ঠিক থাকলে এই ছবি মুক্তি পাবে পয়লা বৈশাখ, মানে এপ্রিলে!
আপনি কোন ছবির মুক্তির জন্য বেশি উত্তেজিত? আমাদের সঙ্গে মনের কথাটা ভাগ করবেন না?
বিনোদন
প্রয়াত শশীকলা, বলিউডে শোকের ছায়া
চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।

খবরঅনলাইন ডেস্ক: বলিউডের প্রবীণ অভিনেত্রী শশীকলা রবিবার মুম্বইয়ে তাঁর নিজের বাসভবনে প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তাঁর মৃত্যুতে চলচ্চিত্রজগতে শোকের ছায়া নেমে আসে। চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত অনেকেই তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,
গত শতকের ৪০-এর দশক থেকে শেষ দশক পর্যন্ত বলিউডে অভিনয় করে গিয়েছেন শশীকলা। তার মধ্যে ১৯৫০ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ছিলেন মধ্য গগনে। বিভিন্ন ছবিতে সহ-ভূমিকায় তাঁর অভিনয় ছিল দেখার মতো।
বিমল রায়ের ‘সুজাতা’ (১৯৫৯) করে শশীকলা পাদপ্রদীপের আলোয় উঠে এলেও, চলচ্চিত্রে তাঁর অভিনয় শুরু ৪০-এর দশকেই। আসল নাম শশীকলা জবলকর, জন্ম মহারাষ্ট্রের সোলাপুরে। ছোটোবেলা থেকেই গান, নাচ আর অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন শশীকলা। একেবারে শিশু বয়স থেকেই সোলাপুরের মঞ্চে নাচ-গান পরিবেশন করতেন। সংসারের আর্থিক দুরবস্থার সামাল দিতে শশীকলার বাবা সপরিবার মুম্বইয়ে চলে আসেন। আর অনেক চেষ্টায় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করার ডাক পান শশীকলা।
প্রথম উল্লেখযোগ্য ছবি প্রেম নারায়ণ অরোরা প্রযোজিত ‘পাগড়ি’ (১৯৪৮)। একশোটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন শশীকলা। এর মধ্যে উল্লেখযোগ্য তারাচাঁদ বরজাতিয়ার ‘আরতি’ (১৯৬২), ‘হরিয়ালি অউর রাস্তা’ (১৯৬২), ‘গুমরাহ’ (১৯৬৩), ‘আয়ি মিলন কি বেলা’ (১৯৬৪), ‘হিমালয় কি গোদ মেঁ’ (১৯৬৫), ‘ওয়াক্ত’ (১৯৬৫), ‘অনুপমা’ (১৯৬৬), ‘ফুল অউর পত্থর’ (১৯৬৬), ‘ছোটি সি মুলাকাত’ (১৯৬৭), ‘সাস ভি কভি বহু থি’ (১৯৭০), ‘ছোটে সরকার’ (১৯৭৪) ইত্যাদি।
‘আরতি’ ও ‘গুমরাহ’ ছবিতে অভিনয়ের জন্য শশীকলা শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী হিসাবে ফিল্ম ফেয়ার পুরস্কার পান। এ ছাড়াও তিনি একাধিকবার বিএফজেএ (বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন) পুরস্কার পান। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০০৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। মহারাষ্ট্র সরকার ২০১৭ সালে তাঁকে রাজ কাপুর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-এ সম্মানিত করে।
৫০ দশকের গোড়ার দিকে বিখ্যাত সংগীতশিল্পী কে এল সায়গলের পরিবারের ছেলে ওম প্রকাশ সায়গলকে বিয়ে করেন শশীকলা। তাঁদের দু’টি কন্যাসন্তান রয়েছে।
শশীকলার মৃত্যুতে ফারহান আখতার, রবিনা ট্যান্ডন, ফারাহ আলি খান, পদ্মিনী কোলাপুরে প্রমুখ শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
বিনোদন
সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্ত্রী দীপা চট্টোপাধ্যায় প্রয়াত
কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়।

খবর অনলাইন ডেস্ক: ৮৩ বছর বয়সে চলে গেলেন দীপা চট্টোপাধ্যায় (Deepa Chatterjee)। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) প্রয়াত হন ২০২০ সালের ১৫ নভেম্বর। সাড়ে চার মাসের মাথায় রবিবার ভোর রাতে মারা গেলেন তাঁর স্ত্রী দীপা।
জানা গিয়েছে, অসুস্থতার কারণে দীপা ভরতি ছিলেন বিধাননগরের একটি হাসপাতালে। কিডনির সমস্যার কারণে সম্প্রতি তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই রবিবার রাত ২.৫৫ মিনিটে কিডনি বিকল হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মায়ের মৃত্যু সংবাদ নিশ্চিত করে কন্যা পৌলমী জানিয়েছেন, “বাপির পরে মা-ও চলে গেলেন। হাসপাতালের বেডে শুয়ে বলছিলেন, এ বার আমায় যেতে দাও”।
১৯৬০ সালে বিয়ে হয় সৌমিত্র-দীপার৷ তবে চিরকালই আড়ালে থাকতে পছন্দ করেছেন দীপা৷ সামলেছেন ব্যস্ত অভিনেতার ঘর৷ পারিবারিক সূত্রে জানা যায়, সৌমিত্র চলে যাওয়ার পরেই বাঁচার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলেন তিনি।
আরও পড়তে পারেন: কোভিড আক্রান্ত অক্ষয়কুমার, জানালেন ‘শীঘ্রই ফিরছি’
বিনোদন
কোভিড আক্রান্ত অক্ষয়কুমার, জানালেন ‘শীঘ্রই ফিরছি’
‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়কুমার।

খবর অনলাইন ডেস্ক: কোভিড-১৯ (Covid-19) আক্রান্ত বলিউড তারকাদের তালিকায় সর্বশেষ সংযোজন অক্ষয়কুমার (Akshay Kumar)। রবিবার টুইট করে অভিনেতা নিজেই জানালেন, তাঁর নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে।
একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, “আমি সবাইকে জানাতে চাই যে, আজ সকালে, আমার কোভিড-১৯ ধরা পড়েছে। সমস্ত বিধি মেনে আমি চলছি, এখন বাড়িতেই আলাদা ভাবে রয়েছি”।
টুইটারে অক্ষয় আরও লেখেন, “আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন”।
৫৩ বছর বয়সি অভিনেতা ‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন। শনিবারও শুটিং হয়েছিল। তবে রবিবার কোভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নিতে হল তাঁকে। যদিও খুব শীঘ্রই কাজে ফিরবেন বলেও জানিয়েছেন তিনি। নিজস্ব ঢংয়ে লিখেছেন, “ব্যাক ইন অ্যাকশন ভেরি সুন”।
‘রামসেতু’ ছবিতে একজন প্রত্নতাত্ত্বিকের চরিত্রে অভিনয় করছেন অক্ষয়। গত মাসে অক্ষয় তাঁর সহশিল্পী নুশরত বারুচ্চা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ছবির একটি ‘পুজো’য় অংশ নিতে অযোধ্যা গিয়েছিলেন।
আরও পড়তে পারেন: Corona update: লাফিয়ে বাড়ছে করোনা, এক দিনে আক্রান্ত ৯৩ হাজারের বেশি
-
রাজ্য1 day ago
Bengal Polls Live: সাড়ে ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৫ শতাংশের বেশি
-
ক্রিকেট2 days ago
IPL 2021: বলে ভেলকি হর্শল পটেলের, ব্যাটে জ্বলে উঠলেন ডেভিলিয়ার্স, বেঙ্গালুরুর কষ্টার্জিত জয়
-
রাজ্য1 day ago
Bengal Polls 2021: বাহিনীর গুলিতে হত ৪, শীতলকুচি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
-
দেশ1 day ago
Corona Update: রেকর্ড তৈরি করে দেড় লক্ষের দিকে এগিয়ে গেল দৈনিক সংক্রমণ, তবুও কম মৃত্যুহারে কিছুটা স্বস্তি